এক্সপ্লোর
Advertisement
গদিচ্যুত হয়েছেন, গলফে মজে থাকা ট্রাম্পকে দেখে নেই বোঝার উপায়
ট্রাম্পের অভিযোগ, গণণাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি পর্যবেক্ষকদের। ৭১ কোটি বৈধ ভোট পেয়ে আমি জিতেছি। আগে এত ভোট কোনও প্রেসিডেন্ট পাননি। কিন্তু দুর্ভাগ্যবশত পর্যবেক্ষকরা সেটা দেখার সুযোগ পাননি। চেনা ছকে ফের একবার ট্রাম্পের দাবি মিথ্যে জানিয়ে ফের টুইটটি ফ্ল্যাগ করে ট্যুইটার কর্তৃপক্ষ।
ওয়াশিংটন: হারিয়েছেন ক্ষমতা। তাতে কী? ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত গলফ খেলতে!
গদিচ্যুত ট্রাম্পকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের শেষ নেই, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট গলফ খেলে ফিরলেন হোয়াইট হাউসে। যে ঘটনাক্রম অনেককেই মনে করিয়ে দিচ্ছে সম্রাট নিরোর গল্প। রোম সাম্রাজ্যের মত অবশ্য মার্কিন মুলুকে আগুন লাগেনি, বরং এসেছে পরিবর্তনের বসন্ত।
ভারতীয় সময় রাতের দিকে যখন সরকারিভাবে জো বাইডেনের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত, তার ঠিক কিছুটা আগেই নিজেকে ফের জয়ী বলে দাবি করেন ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর যে টুইট মিথ্যে বলে জানিয়ে ফ্ল্যাগ করে ট্যুইটার।
ট্রাম্প যদিও তাতে থামার পাত্র হননি চেনা মেজাজেই। পরে ফের তাঁর অভিযোগ, গণণাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি পর্যবেক্ষকদের। ৭১ কোটি বৈধ ভোট পেয়ে আমি জিতেছি। আগে এত ভোট কোনও প্রেসিডেন্ট পাননি। কিন্তু দুর্ভাগ্যবশত পর্যবেক্ষকরা সেটা দেখার সুযোগ পাননি। চেনা ছকে ফের একবার ট্রাম্পের দাবি মিথ্যে জানিয়ে ফের টুইটটি ফ্ল্যাগ করে ট্যুইটার কর্তৃপক্ষ।
আগেই নিজেকে জয়ী ঘোষণা করে প্রথমে ভোটগণণা বন্ধ করতে বলেন তিনি। পরে ডেমোক্র্যাটদের ভোটে কারচুপির অভিযোগও করেছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্টে যাওয়ার। মার্কিন মুলুকের ৪৬তম প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা হয়ে যাওয়ার পরও যেন হেলদোল নেই ট্রাম্পের। তিনি খয়েরি জ্যাকেট, ট্র্যাকশুট ও ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ লেখা বেসবল টুপি চাপিয়ে কার্যত ফুরফুরে মেজাজেই গলফ খেলে গেলেন। বাইডেন ভোটে জিতলেও আগামী জানুয়ারিতে তাঁর হোয়াইট হাউসের ক্ষমতাভার পাওয়ার কথা সরকারিভাবে। তাঁর আগে ট্রাম্প যে তাঁকে রোখার আইনি পথে সবরকম চেষ্টাই চালাবেন সেটা পরিষ্কার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement