Weather Update Today সকালে শীতের আমেজ, সরস্বতী পুজোর দিন ২ ডিগ্রি নামল পারদ
হাল্কা শীতের আমেজ..তারই মাঝে ঘরে ঘরে বাগদেবীর আরাধনা
কলকাতা: সরস্বতী পুজোর দিন ২ ডিগ্রি নামল পারদ। সকালে শীতের আমেজ। বসন্ত পঞ্চমীতে দিনভর চলবে মেঘ-রোদ্দুরের লুকোচুরি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০. ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায়।
আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
গতবছর ও তার আগের বছরও সরস্বতী পুজোর দিন আকাশের মুখভার ছিল। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়। এবছরও সেই বৃষ্টির ভ্রুকুটি।
তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই।
মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ ঝাড়খন্ড উড়িষ্যাতে সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দু’দিন দিল্লি হরিয়ানা চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা। তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডে।