এক্সপ্লোর
Advertisement
মন কি বাত: নতুন ভারতে ভিআইপি নেই, আছে ইপিআই- এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট, বললেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: আগের মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করেন, নবীন প্রজন্মের মানসিক রোগ, হতাশা, পড়ুয়াদের ওপর চাপ সংক্রান্ত নানা বিষয়ে। আর এবার তিনি কথা বললেন ভিআইপি সংস্কৃতি নিয়ে।
তাঁর কথায়, মাথা থেকে ভিআইপি কালচার দূর করে ফেলতে হবে, বদলে আনতে হবে ইপিআই- যার অর্থ, এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট। লালবাতি কালচার দূর করতে কেন্দ্রের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
আগামীকাল মে দিবস। সেই উপলক্ষ্যে শ্রমিকদের অধিকারে বাবাসাহেব অম্বেডকরের অবদানের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সব সময় নিজেদের সংস্কৃতি ও ইতিহাসের কথা মাথায় রাখা উচিত। অস্পৃশ্যতার বিরুদ্ধে রামানুজাচার্যের সংগ্রামের কথাও বলেন তিনি।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অন্যভাবে চিন্তাভাবনা করার উৎসাহ দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারত বৈচিত্র্যয় পরিপূর্ণ, তরুণ পড়ুয়াদের উচিত সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করা- তা সে নতুন ভাষা হোক, বা সাঁতার কাটা বা ছবি আঁকা।
নরেন্দ্র মোদী বলেন, তিনি দেখেছেন, মানুষ নিজেদের গণ্ডি বা কমফর্ট জোন থেকে বার হতে চায় না। তাঁর অনুরোধ, সবাই নিজের নানা দিক খুঁড়ে বার করুক, নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হোক।
গ্রীষ্মে পশুপাখিদের খেয়াল রাখার কথাও বলেছেন তিনি। পিয়ন, দুধওয়ালা, সব্জি বিক্রেতার মত যাঁরা আমাদের বাড়ি আসেন, তাঁদের জল খাওয়ানোর কথাও বলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement