Provident Fund Update : PF-এর টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে, শিখে নিন সহজ পদ্ধতি
এমনিতে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'-এর। এই নিয়ম অনুসারে অনলাইনে টাকা তুলতে পারবেন গ্রাহক।
নয়াদিল্লি: নিয়মের ঝক্কিতে বাধা পড়ছে PF-এর টাকা ট্রান্সফারের ইচ্ছে। এবার থেকে কয়েকটা সহজ ধাপ মানলেই প্রভিডেন্ট ফান্ডের টাকা পাঠাতে পারবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে। এই কাজ করতে কেবল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) আপডেট করতে হবে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
এমনিতে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'-এর। এই নিয়ম অনুসারে অনলাইনে টাকা তুলতে পারবেন গ্রাহক। তবে প্রায়শই দেখা যায়, গ্রাহক যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, তার সঙ্গে EPFO অ্যাকাউন্টের লিঙ্ক থাকে না। এই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে জুড়তে হয় সেই নতুন অ্যাকাউন্ট।
কীভাবে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট EPFO-র সঙ্গে জুড়বেন ?
১ প্রথমে ইপিএফও মেম্বার পোর্টালে mem.epfindia.gov.in/memberinterface-এ যেতে হবে সদস্যকে।
২ এখানে সদস্যকে নিজের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
৩ এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে ড্রপডাউন মেনুতে KYC-তে যেতে হবে।
৪ ডকুমেন্ট অপশনে ক্লিক করে এখানে ব্যাঙ্কের যাবতীয় বিবরণ দিন।
৫ এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড দিন।
৬ এরপর সেভ অপশনে ক্লিক করুন।
৭ একবার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিলেই 'Pending KYC for approval' চাইবে ইন্টারফেস।
৮ এবার আপনি যে কোম্পানিতে কাজ করেন তার নথি জমা দিন এখানে। আপনার নথি যাচাই হয়ে গেলেই Pending KYC for approval'-এর পরিবর্তে 'Digitally Approved KYC দেখাবে ইন্টারফেস। একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাল্টানোর প্রক্রিয়া শেষ হয়ে গেলে EPFO থেকে টেক্সট মেসেজ পাঠানো হবে সদস্য।
কত সময় লাগে পিএফ থেকে টাকা তুলতে ?
প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ এই বাজারে লাভজনক। অনেক সময় বিপদে পড়ে এই ফান্ড থেকে টাকা তুলতে হয় সদস্যদের। সেই ক্ষেত্রে আবেদন ও টাকা তুলতে সব মিলিয়ে ২০ দিনের মতো সময় লাগে।তবে কোভিডকালে এই নিয়ম কিছু শিথিল করেছে সরকার। সেই অনুযায়ী ৩-৭ দিনের মধ্যে পাওয়া যাচ্ছে টাকা।