Viral News : বাত সারাতে বাঘের মূত্র ! চিড়িয়াখানায় আজব কাণ্ড
China Zoo Viral News : নতুন বিতর্ক শুরু চিনা-বাঘের মূত্র নিয়ে । হ্যাঁ ঠিকই পড়েছেন। বাঘের মূত্র। সে-জিনিস নাকি বোতলবন্দি করে চড়া দামে বেচছে সেখানকার চিড়িয়াখানা।

চিনা প্লাস্টিকের ডিম ,চাল থেকে শুরু করে চিনা রসুন ! চিনে তৈরি নকল আর ক্ষতিকারক জিনিসের ঠ্যালায় জেরবার সারা বিশ্ব। এরই মধ্যে নতুন বিতর্ক শুরু চিনা-বাঘের মূত্র নিয়ে । হ্যাঁ ঠিকই পড়েছেন। বাঘের মূত্র। সে-জিনিস নাকি বোতলবন্দি করে চড়া দামে বেচছে সেখানকার চিড়িয়াখানা। দাবি, এক বোতল বাঘের মূত্রতেই নাকি সারবে বাতের যন্ত্রণা।
আর যাঁদের উঠতে বসতে লাঠির সাহায্য লাগে, তাঁরাও নাকি বেশ ঝুঁকেছেন এই নতুন চটকের দিকে। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানায় বাঘের প্রস্রাব বিকোচ্ছে বাতের ওষুধ বলে। তবে এই দাবি আদৌ সত্যি কিনা তার কোনও প্রমাণ নেই। তাই এ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।
একদন অন্ধ বিশ্বাসে কিনে নিয়ে যাচ্ছেন বাঘের প্রস্রাব আর এক দল উদ্বেগ প্রকাশ করছে নিরাপত্তা নিয়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, ইয়ান বাইফেংজিয়া ওয়াইল্ডলাইফ জু, একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখান থেকেই বিক্রি হচ্ছে সাইবেরিয়ান বাঘের মূত্র, যার উপকার নাকি অসীম। প্রতি বোতল ৫০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ৬০০ টাকার মতো। রিউমাটয়েড আর্থ্রাইটিস নাকি চোখের নিমেষে ভাল করবে সাইবেরিয়ান বাঘের ম্যাজিক-মূত্র। এছাড়া মচকে যাওয়া এবং পেশী ব্যথাতেও মিরাকল করতে পারে এই জিনিসটি।
জানা গিয়েছে, সলিউশনটি তৈরি করতে , বাঘের প্রস্রাব মেশানো হচ্ছে সাদা ওয়াইনের সঙ্গে। আদার টুকরো করে কেটে , তা দিয়ে প্রয়োগ করতে হবে ওষুধটি। বাঘের প্রস্রাব খাওয়াও যেতে পারে। তবে বিক্রয়কারীদের পরামর্শ, কারও অ্যালার্জি দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নাকি একটি বেসিন থেকে প্রস্রাব সংগ্রহ করে, তবে তা জীবাণুমুক্ত করা হয় কিনা জানা যায়নি।
তবে এই কাজের বিরোধিতা হয়েছে চিনেই। হুবেই হাসপাতালের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফার্মাসিস্ট, এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। এর বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাছাড়া এই জিনিস তৈরিতে ব্যবহৃত জিনিসপত্রের গুণমান নিয়েও নিশ্চিত নন তিনি। সেই সঙ্গে তাঁর মতে, এই ব্যবসা বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে । এই উদ্বেগ সত্ত্বেও, চিড়িয়াখানার কর্মীদের দাবি, বাঘের মূত্র বিক্রির লাইসেন্স রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
