এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Indian Army: রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, দুর্গতদের উদ্ধারে নামল সেনা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/bce6a1b50a10cbd6365c307552f0ece8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, দুর্গতদের উদ্ধারে নামল সেনা
1/12
![গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/96d1bcaef02d3dc2e4c1e4e0e316ccbba4a96.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি।
2/12
![হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। ঘর, গৃহস্থালির সামগ্রী নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/ae0ee2ff97bf2b57c91aa98d11cff042cc404.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। ঘর, গৃহস্থালির সামগ্রী নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা।
3/12
![আরামবাগ পুর-এলাকায় জল নামতে শুরু করেছে। তবে বাড়ি-ঘর কাদা আর পলিতে ভরে যাওয়ায় দুর্গতি বেড়েছে বাসিন্দাদের। তবে দামোদরের জলে প্লাবিত তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙা এলাকা। একাধিক বাড়ি, দোকানে জল ঢুকেছে। জলমগ্ন কৃষিজমিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/2c7c2195d774655b5856712345086d9c28dc7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আরামবাগ পুর-এলাকায় জল নামতে শুরু করেছে। তবে বাড়ি-ঘর কাদা আর পলিতে ভরে যাওয়ায় দুর্গতি বেড়েছে বাসিন্দাদের। তবে দামোদরের জলে প্লাবিত তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙা এলাকা। একাধিক বাড়ি, দোকানে জল ঢুকেছে। জলমগ্ন কৃষিজমিও।
4/12
![অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/284b0e5b038d6bf75684ac44f3837c79f8d03.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ।
5/12
![অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে ভেসে গিয়েছে চাষের জমি। আর কয়েকদিন বাদেই ফসল ওঠার কথা। তার আগে চাষের জমি প্লাবিত হওয়ায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/48fba8aa8369e1135ce20c42d5fcb372081de.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে ভেসে গিয়েছে চাষের জমি। আর কয়েকদিন বাদেই ফসল ওঠার কথা। তার আগে চাষের জমি প্লাবিত হওয়ায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
6/12
![নানুরের বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে। সুন্দরপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়িঘর, দোকানে জল ঢুকেছে। ঝাড়খণ্ডের শিকাটা জলাধার থেকে জল ছাড়ার কারণে অজয়ের বাঁধ ভেঙে এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসনের দাবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/43b42ac1ce91a86134250b2ee0eb31a5e32f3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
নানুরের বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে। সুন্দরপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়িঘর, দোকানে জল ঢুকেছে। ঝাড়খণ্ডের শিকাটা জলাধার থেকে জল ছাড়ার কারণে অজয়ের বাঁধ ভেঙে এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসনের দাবি।
7/12
![বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি। পশ্চিম মেদিনীপুরে প্লাবন পরিস্থিতির জেরে সবং, পিংলা ও ডেবরার একাংশ জলমগ্ন। জলের তলায় চাষের জমি। দোকানপাট ক্ষতিগ্রস্ত। কংসাবতীর জল ঢুকল মেদিনীপুর পুরসভার একাংশেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/e282ea4deb9c8791156d11b49dde1ae004693.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি। পশ্চিম মেদিনীপুরে প্লাবন পরিস্থিতির জেরে সবং, পিংলা ও ডেবরার একাংশ জলমগ্ন। জলের তলায় চাষের জমি। দোকানপাট ক্ষতিগ্রস্ত। কংসাবতীর জল ঢুকল মেদিনীপুর পুরসভার একাংশেও।
8/12
![ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। গতকাল রাত থেকে নতুন করে জল ঢুকতে শুরু করেছে কুলটিকারি গ্রামে। কোমর-সমান জল। অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে। বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। যাতায়াতে একমাত্র ভরসা নৌকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/193fd9a437a1041d4d23d147b79997a39ee93.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। গতকাল রাত থেকে নতুন করে জল ঢুকতে শুরু করেছে কুলটিকারি গ্রামে। কোমর-সমান জল। অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে। বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। যাতায়াতে একমাত্র ভরসা নৌকা।
9/12
![ডিভিসি-র ছাড়া জলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দামোদরের জল গ্রামে ঢুকছে হু-হু করে। জলবন্দি বহু মানুষ। প্রশাসনের তরফে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/b4b794d35a6197c51b89251275042022d805b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিভিসি-র ছাড়া জলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দামোদরের জল গ্রামে ঢুকছে হু-হু করে। জলবন্দি বহু মানুষ। প্রশাসনের তরফে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
10/12
![ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারাজ। আজ সকাল ৭টা পর থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। খবর সেচ দফতর সূত্রে। গতকাল সন্ধেয় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারাজ থেকে। আজ প্রায় ২৫ হাজার কিউসেক কমানো হল জল ছাড়ার পরিমাণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/e2929fa87fd366ce0f14df5b12d1d03b6ddd6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারাজ। আজ সকাল ৭টা পর থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। খবর সেচ দফতর সূত্রে। গতকাল সন্ধেয় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারাজ থেকে। আজ প্রায় ২৫ হাজার কিউসেক কমানো হল জল ছাড়ার পরিমাণ।
11/12
![পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/75cd9b58cbc5a85c2516b9cd032e7ef479ca6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন তিনি।
12/12
![আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে নামবেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/02/a01eb0cf5a0f87f044727fa6c33837af9e65c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে নামবেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক
Published at : 02 Oct 2021 11:23 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)