এক্সপ্লোর
Hiran Chatterjee : ''কম দামের পাঞ্জাবি, আড়াইশো টাকার জুতো পরি', ভোটের প্রচারে দেবকে আক্রমণ হিরণের
Loksabha Election 2024 : বিধায়ক হিসেবে দেবের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এবার ঘাটালে দেবের বিরুদ্ধেই প্রার্থী হিরণ।

হিরণ চট্টোপাধ্যায় ( ছবি - ফেসবুক )
1/10

ঘাটালে দু'বারের সাংসদ দেব। ২০১৯ সালে কয়েক লক্ষ ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পরাজিত করেন তিনি। ঘাটাল জয় করতে এবার দেবের বিপরীতে অভিনেতা-বিধায়ক হিরণকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
2/10

ঘাটালে নির্বাচনের বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বার বার সোচ্চার হয়েছে তৃণমূল সরকার। তৃণমূলের দাবি , কেন্দ্র না করলে, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। হিরণের দাবি, তৃণমূলের ব্যর্থতাতেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি।
3/10

বিধায়ক হিসেবে দেবের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এবার ঘাটালে দেবের বিরুদ্ধেই প্রার্থী তিনি। হাতিয়ার, সেই দুর্নীতির অভিযোগ। হিরণ বললেন, 'আগের সাংসদ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে মানুষের। কাজের ক্ষেত্রে বৈষম্য হয়েছে দুর্নীতি হয়েছে ঘাটালে'
4/10

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। মুম্বইয়ের প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে প্রথমে অভিনেতা ও পরে রাজনেতা হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না হিরণ চট্টোপাধ্যায়ের কাছে।
5/10

লড়াইয়ের ময়দানে পিছপা হননি। লোকসভা ভোটে তাঁর নতুন চ্যালেঞ্জ ঘাটাল। দেবকে হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী।
6/10

যদিও তিনি বলছেন, আমি তারকা প্রার্থী নই। দেব নিজেকে তারকা সাংসদ ভাবে। আমার পোশাকে কোথাও তারকার চিহ্ন নেই।
7/10

হিরণের দাবি, কম দামের পাঞ্জাবি পরি। আড়াইশো টাকার জুতো পরি । নিজেকে তারকা প্রার্থী ভাবতে চান না 'নবাব নন্দিনী'-র নবাব।
8/10

মুম্বইতে হিরণের প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে।
9/10

কিছু বছর পরে আবার পেশা পরিবর্তন। অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন হিরণ চট্টোপাধ্যায়। ২০২১ সালে বিজেপিতে যোগদান করার পর মেলে খড়পুর বিধানসভা আসনে লড়াইয়ের টিকিট। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারকে ৩ হাজার ৭৭১ ভোটে পরাজিত করেন বিজেপির তারকা প্রার্থী।
10/10

২০২২ সালে খড়গপুর পুরসভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন। বিধায়ক থেকে এবার সাংসদ হওয়ার লড়াই।
Published at : 10 Apr 2024 07:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
