এক্সপ্লোর
Bengali Serial: তিতিরের ম্যাজিকে জমজমাট ফ্য়াশন শো, 'মন দিতে চাই'-এর সেটে হাজির কারা?
Bengali Serial Updates: সোমরাজ-তিতিরের 'নতুন শুরু', নাচে-গানে সামিল অন্যান্য ধারাবাহিকের বন্ধুরাও

সোমরাজ-তিতিরের 'নতুন শুরু', নাচে-গানে সামিল অন্যান্য ধারাবাহিকের বন্ধুরাও
1/10

ধারাবাহিক 'মন দিতে চাই' (Mon Dite Chai)-তে নতুন কাজের উদ্যোগ নিয়েছে তিতির ও সোমরাজ। নতুন একটি ব্যবসা শুরু করেছে তাঁরা।
2/10

খুলেছে একটি ফ্যাশন হাউজ। আর সেই শো-তে হাজির হয়েছিলেন জি বাংলার অন্যান্য ধারাবাহিকের কলাকুশলীরাও। নাচে-গানে জমাটি সেই উৎসব। এক ঝলক নজর রাখা যাক সেইদিকেই।
3/10

ধারাবাহিক সোমরাজ ও তিতির নতুন একটি ব্যবসা শুরু করেছে। একটি ফ্যাশন শো-এর মাধ্যমে, নিজেদের নতুন কোম্পানি শুরু করতে চলেছে তাঁরা।
4/10

আর সেখানেই হাজির হয়েছেন, ধারাবাহিক 'মিঠিঝোরা' থেকে রাইপূর্ণা ও নীলাঞ্জনা। একটি গানের সঙ্গে পারফর্ম করবেন এই দুই অভিনেত্রী।
5/10

তিতির ও সোমরাজের সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন মিলি ও অর্জুনও। শিমুল ও তার বন্ধুরাও অংশ নেয় একটি ব়্যাম্প ওয়াকে।
6/10

তবে অনুষ্ঠানের আগেই পোশাক নিয়ে সমস্যায় পড়ে তিতির। শেষে ঠিক করে, নিজের সংগ্রহে রাখা শাড়ি দিয়েই সবাইকে সাজাবে। তবে সেই শাড়িও নষ্ট করে দিয়ে যায় কেউ।
7/10

তবে কিভাবে হবে সেই সমস্যার সমাধান? সেই ঘটনাই তুলে ধরা হবে আজকের এপিসোডে। রাত সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টার একটি বিশেষ এপিসোডে দেখানো হবে বিশেষ এই পর্ব।
8/10

এই পর্বের নাম দেওয়া হয়েছে, 'নতুন শুরু, নতুন শপথ।' গানের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেওয়ার জন্যও হাজির হয়েছেন সঙ্গীতশিল্পীরা।
9/10

এই অনুষ্ঠানটি নিয়ে সোমরাজ বলছেন, 'আমি আর তিতির তো শপথ নিয়েছি একে অপরের পাশে থাকার জন্য। আর নতুন এই ব্যবসার সূচনা করতে চলেছি আমরা।'
10/10

সোমরাজ আরও বলছেন, 'তাই ধারাবাহিকের এই এপিসোডেরও বিশেষ নাম দেওয়া হয়েছে। অন্যান্যদের মতো আমার ও তিতিরের একটি বিশেষ পারফরমেন্সও রয়েছে। আশা করি দর্শকদের খুব ভাল লাগবে।' আজ রাত সাড়ে ৯টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
Published at : 02 Feb 2024 08:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
