এক্সপ্লোর
Rahul Gandhi: কুয়াশাচ্ছন্ন ভোরে গ্রামের আখড়ায়, মাটিতে বসেই প্রাতরাশ, ক্ষেতের টাটকা ফসল নিয়ে ফিরলেন রাহুল
Wrestling Akhara: অন্যরকম ভাবে সকাল শুরু করলেন রাহুল গাঁধী। সাত সকালে পৌঁছে গেলেন হরিয়ানায় কুস্তির আখড়ায় ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।

ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
1/10

রাজনীতি পেশা বটে, কিন্তু খেলাধূলার অনুরাগী। মার্শাল আর্ট, জুজুৎসুর প্রশিক্ষণ রয়েছে। শিখেছেন তলোয়ার নিয়ে যুদ্ধের কারিকুরিও। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
2/10

এবার সটান হরিয়ানায় কুস্তির আখড়ায় হাজির হলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। অলিম্পিক পদকজয়ী বজরঙ্গ পুনিয়া এবং অন্যদের সঙ্গে কসরতে যোগ দিলেন। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
3/10

বুধবার সকালে ঝাজ্জরের ছারা গ্রামের একটি আখড়ায় আচমকাই হাজির হন রাহুল। আগে থেকে তাঁর আসার খবর জানতেন না কেউই। তাই চমকে যান সকলে। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
4/10

কুস্তিগীরদের দৈনন্দিন জীবন সরাসরি দেখতেই আখড়ায় পৌঁছন রাহুল। নিজেও কসরতে যোগ দেন সকলের সঙ্গে। ম্যাটের উপর সরাসরি বজরঙ্গের সঙ্গে কুস্তি করেন। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
5/10

নিজের জুজুৎসু শিক্ষার কথাও সকলের সামনে তুলে ধরেন রাহুল। জুজুৎসুর কিছু মারপ্যাঁচ কুস্তিগীরদের শিখিয়েও দেন তিনি। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
6/10

খালিমুখেই যদিও হাজির হয়েছিলেন রাহুল। কিন্তু শুকনো মুখে আখড়া থেকে তাঁকে ফিরতে দেননি কেউ। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
7/10

কুস্তিগীরদের জন্য রান্না করা বাজরার রুটি, শাক দিয়ে সারেন প্রাতরাশ। সঙ্গে ছিল দইও। বজরঙ্গের পাশে, মাটিতে বসেই খাওয়া সারেন রাহুল। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
8/10

রাহুলকে খালিহাতেও ফিরতে দেননি আখড়ার লোকজন। পাশের ক্ষেত থেকে তুলে আনা টাটকা মূলার আঁটি ধরিয়ে দেন হাতে, উপহারস্বরূপ। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
9/10

আখড়ায় পৌঁছনো নিয়ে আগে ভাগে কিছু না জানালেও, সেখান থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন রাহুল। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
10/10

কুস্তি ফেডারেশনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে লেখেন, ‘হাড়ভাঙা পরিশ্রম, শৃঙ্খলার উপর ভর করে, ঘাম, রক্তে মাটি ভিজিয়ে তবেই দেশের জন্য মেডেল নিয়ে আসেন একজন খেলোয়াড়। এঁরা কৃষক পরিবারের সাধারণ, সরল মানুষ। এঁদের তেরঙ্গার সেবা করতে দিন। পূর্ণ মান-সম্মানের সঙ্গে ভারতের মাথা উঁচু করতে দিন'। ছবি: রাহুল গাঁধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগৃহীত।
Published at : 27 Dec 2023 01:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
