এক্সপ্লোর
COVID-19 Home Testing বাড়িতে Rapid Antigen Test কিট ব্যবহার কীভাবে? নির্দেশিকা আইসিএমআর-এর
বাড়িতে Rapid Antigen Test কিট ব্যবহার কীভাবে? নির্দেশিকা আইসিএমআর-এর
1/10

বাড়িতে নিজে করোনা পরীক্ষা করাতে চান যাঁরা, তাঁদের জন্য বাজারে এসেছে হোম টেস্টিং কিট। কিন্তু, এই কিট ব্যবহার করার পদ্ধতি আছে। তা অবশ্যই জানতে হবে। এই পরীক্ষা কাদের করা উচিত সেই প্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করেছে আইসিএমআর।
2/10

বাড়িতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) তাঁদের করা উচিত, যাঁদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে, বা যাঁরা আরটি-পিসিআর পরীক্ষায় পজিটিভ আসা ব্যক্তির পরিবার-পরিজনের মধ্যে পড়েন, অথবা সম্প্রতি, ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন। এই যথেচ্ছভাবে এই পরীক্ষা না করাই বাঞ্ছনীয়।
Published at : 03 Jun 2021 11:16 AM (IST)
আরও দেখুন





















