এক্সপ্লোর
TMC Cycle Rally জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা
জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা
1/10

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের অভিনব প্রতিবাদস্বরূপ সাইকেলে চড়ে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা।
2/10

এদিন বৃষ্টির মধ্যেই দিল্লিতে তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে রওনা দেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষরা। ছিলেন আসিত মাল।
3/10

এদিন সাত তৃণমূল সাংসদ সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত তৃণমূলের দফতর থেকে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন।
4/10

বিজয় চকে ব্যারিকেড থাকায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। পুলিশের তরফে বলা হয়, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে যাবেন। তাই রাস্তা বন্ধ।
5/10

তৃণমূল সাংসদরা দাবি করেন, ইচ্ছে করেই পুলিশ বাধা দেয়, যাতে তাঁরা সংসদে না পৌঁছতে পারেন। কিছুক্ষণ পর, ফের তাঁরা রওনা দেন সংসদ ভবনের উদ্দেশে।
6/10

সংসদের গেটে তাঁদের স্বাগত জানান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাইকেল চালিয়ে সংসদে এসে প্রতিবাদের পথ দেখাল তৃণমূল।
7/10

করোনা নিয়ে কালই লোকসভায় আলোচনায় রাজি সরকার। সব তথ্যই জানাতে তৈরি। বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
8/10

একইসঙ্গে তাঁর আহ্বান, বিরোধীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সরকারকে কড়া প্রশ্ন করুন। অন্যদিকে, আজ বাদল অধিবেশনের শুরুতেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা।
9/10

প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও।
10/10

এক্ষেত্রে আগেই অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র। এবার সেটাই বিল আকারে আনতে চায় মোদি সরকার। সংসদের বাদল অধিবেশন চলবে ১৩ অগাস্ট পর্যন্ত।
Published at : 19 Jul 2021 12:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























