এক্সপ্লোর
UP Assembly Election 2022: রাজনীতি ও সৌজন্য: ভোটের প্রচার চলাকালে যখন মুখোমুখি অখিলেশ ও প্রিয়ঙ্কা
akhp_1
1/8

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের প্রচার জোরকদমে চলেছে। এরইমধ্যে প্রচারে বেরিয়ে একে অপরের মুখোমুখি হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার বুলন্দশহরে এই ঘটনা ঘটেছে। দুই নেতাই গাড়িতে চড়ে প্রচার করছেন। এরমধ্যে মুখোমুখি হলেন তাঁরা। আর ভোট-রাজনীতির উত্তপ্ত আবহে একে অপরের দলের হয়ে প্রচারের মধ্যেও সৌজন্য ভুললেন না তাঁরা। একে অপরকে নমস্কার করে, হাত নেড়ে সৌজন্য বিনিময় করলেন।
2/8

উত্তরপ্রদেশে কংগ্রেসের সংবাদমাধ্যম শাখার নেতা লালন কুমার বলেছেন, বুলন্দশহরের সিয়ানা এলাকায় প্রিয়ঙ্কা জিপে চড়ে রোড শো করছিলেন। সেই সময়ই রাস্তার অন্যদিক থেকে সপা সভাপতির রোড শো-র রথ আসছিল। প্রিয়ঙ্কাকে দেখে অখিলেশ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
Published at : 04 Feb 2022 03:44 PM (IST)
আরও দেখুন






















