এক্সপ্লোর
Durga Puja 2024: ক্রিকেট মাঠের কিংবদন্তিকে নিয়ে পুজোর মণ্ডপ! চমক দিচ্ছে কলকাতার এই ক্লাব
Jhulan Goswami: ৭৫তম বর্ষে ক্রিকেট স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। এবিপি আনন্দ শারদ আনন্দ বিশেষ সম্মান পেয়েছে নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন।

দুর্গাপুজোর বিষয় ভাবনায় ঝুলন। - নিজস্ব চিত্র
1/10

তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। মহিলা ক্রিকেটে এমন অনেক শৃঙ্গজয় করেছেন, যে কৃতিত্ব আর কারও নেই।
2/10

তিনি ঝুলন গোস্বামী। জাতীয় দলের প্রবাদপ্রতিম ক্রিকেটার।
3/10

মহিলাদের ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন। চাকদহ এক্সপ্রেস নামে তাঁকে কুর্নিশ করত গোটা বিশ্ব।
4/10

২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৫৫টি উইকেট নিয়েছিলেন ঝুলন। যে কৃতিত্ব বিশ্বে আর কারও নেই।
5/10

এবার দুর্গা পুজোর বিষয় ভাবনায় উঠে এলেন সেই ঝুলন গোস্বামী। ঝুলনকে থিম করে তৈরি হয়েছে আস্ত একটি পুজো মণ্ডপ।
6/10

দমদমের নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের এবারের থিম কিংবদন্তি ক্রিকেটার ঝুলন।
7/10

মণ্ডপে দুর্গাপ্রতিমার সামনেই রয়েছে ঝুলনের পূর্ণাবয়ব মূর্তি। গায়ে ভারতীয় দলের জার্সি। হাতে বল। যেন এখনই রান আপ ধরে দৌড় শুরু করবেন।
8/10

মণ্ডপের ওপরে ঝুলনের ক্রিকেট মাঠের বিভিন্ন কীর্তির ছবির কোলাজ।
9/10

মূল মণ্ডপের চারপাশে গ্যালারিতে রাখা হয়েছে প্রচুর ক্রিকেটপ্রেমীর কাট আউট। সকলেই যেন মাঠের বাইরে থেকে ঝুলনের জন্য গলা ফাটাচ্ছেন।
10/10

৭৫তম বর্ষে ক্রিকেট স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। এবিপি আনন্দ শারদ আনন্দ বিশেষ সম্মান পেয়েছে নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন। - নিজস্ব চিত্র
Published at : 07 Oct 2024 07:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
