এক্সপ্লোর
IPL 2024: মেগা ক্রিকেট লিগে প্রথমবার পা রেখেছেন, আইপিএলে অভিষেক হতে পারে এই পাঁচ বিদেশির
Tata IPL 2024: চেন্নাই সুপার কিংস প্রথম ম্য়াচেই মাঠে নামবে। ধোনির নেতৃত্বেই খেলতে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্টোদিকে রয়েছে আরসিবি।

তালিকায় কোয়েৎজে ও মদুশনাকা (ছবি ইনস্টাগ্রাম)
1/7

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আপাতত প্রথম ২১ টি ম্য়াচের সূচি ঘোষণা হয়েছে।
2/7

বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে যোগ দিয়েছেন আজমাতউল্লাহ ওমরজাই। তিনিও প্রথমবার আইপিএল খেলতে চলেছেন।
3/7

প্রথম ম্য়াচে সিএসকের প্রতিপক্ষ আরসিবি। বিরাট কোহলি এখনও ক্যাম্পে না এলেও, ফাফ ডু প্লেসি অনুশীলন শুরু করে দিয়েছেন।
4/7

আসন্ন আইপিএলে বিদেশি প্লেয়ারদের মধ্যে টুর্নামেন্টে অভিষেক হতে পারে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের। তিনি লখনউ সুপারজায়ান্টস দলে রয়েছেন।
5/7

চেন্নাই এবার দলে নিয়েছে রাচিন রবীন্দ্রকে। কিউয়ি তারকা এই প্রথমবার আইপিএলে মাঠে নামবেন। প্রথম ম্য়াচেই একাদশে সুযোগ চলে আসতে পারে।
6/7

৪ কোটি ৬০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে লঙ্কা পেসার দিলশান মদূশনাকাকে। তিনিও এবারই প্রথমবার আইপিএল খেলবেন।
7/7

ওয়ান ডে বিশ্বকাপে প্রোটিয়া শিবিরের হয়ে সর্বাধিক উইকে শিকারি গেরাল্ড কোয়েৎজে প্রথমবার আইপিএল খেলবেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য।
Published at : 16 Mar 2024 01:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
