এক্সপ্লোর
IPL: খেতাব জয়, রয়েছে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব, তাও আইপিএলের 'অরেঞ্জ ক্যাপ' অধরা এই তারকাদের
Indian Premier League: ২২ মার্চ থেকে ১৭তম আইপিএলের মহারণ শুরু হতে চলেছে।

মিস্টার আইপিএলেরও অরেঞ্জ ক্যাপ অধরা (ছবি: আইপিএল)
1/10

গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে দুই দুইবার আইপিএল জিতেছেন। ১৫৪ ম্য়াচে করেছেন ৪২১৭ রানও।
2/10

তবে আইপিএলে প্রাক্তন কেকেআর অধিনায়ক কোনওদিন এক মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেননি।
3/10

গম্ভীরের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগের ক্ষেত্রেও ছবিটা একই।
4/10

২১ শতকের সবচেয়ে আগ্রাসী ব্যাটারদের মধ্যে সহবাগের নাম থাকবেই। তিনি ২৭২৮ আইপিএল রান করেছেন। কিন্তু কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি।
5/10

তালিকায় কিন্তু 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাও রয়েছেন। তাঁর ধারাবাহিকতার জন্য 'মিস্টার আইপিএল'-র তকমা পান বাঁ-হাতি ব্য়াটার।
6/10

তবে ২০৫ ম্যাচে ৫৫২৮ রান করলেও, রায়না কোনওদিন অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি।
7/10

বর্তমানে খেলা চালিয়ে যাওয়া একমাত্র ক্রিকেটার হিসাবে তালিকায় রয়েছেন রায়নার প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি।
8/10

১৬ মরশুমে মাহি সর্বাধিক ২৫০ ম্যাচ খেলে পাঁচ হাজারের অধিক রান করেছেন বটে, তবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেননি তিনি।
9/10

জাতীয় দলে মাহির সঙ্গে মিলে বহু ম্যাচ জিতিয়েছেন যুবরাজ সিংহ। একাধিকবার আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিও হয়েছেন তিনি।
10/10

২৭৫০ রান করলেও যুবরাজও কোনওদিন এক মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে আইপিএলের অরেঞ্জ ক্যাপ পাননি।
Published at : 15 Mar 2024 05:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
