(Source: ECI/ABP News/ABP Majha)
AUS vs WI: অভিষেক ম্যাচে খাওয়াজার থুতনি ফাটিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ পেয়ে গেল নতুন পেস-অস্ত্র
Shamar Joseph: শামার জোসেফের বাউন্সারে আহত হলেন উসমান খাওয়াজা। যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হল খাওয়াজাকে।
অ্যাডিলেড: ওয়েস্ট ইন্ডিজ়কে ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া (AUS vs WI)। অ্যাডিলেড টেস্টের ফয়সালা হয়ে গেল মাত্র আড়াই দিনে। জশ হ্যাজলউড কেরিয়ারের সেরা বোলিংটা করলেন অ্যাডিলেডেই। তবু ম্যাচে নাটকীয় পরিস্থিতি তৈরি হল ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের দাপটে। যাঁর বলে রক্তারক্তি কাণ্ড হল। শামার জোসেফের বাউন্সারে আহত হলেন উসমান খাওয়াজা। যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হল খাওয়াজাকে।
ব্যাট হাতেও নিজের দক্ষতার পরিচয় দেন শামার। এগারো নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। শেষ উইকেটে কেমার রোচের সঙ্গে ২৬ রান যোগ করেন। তবে চোট পাওয়া খাওয়াজা মাঠ ছাড়ায় মার্নাশ লাবুশেনকে নামতে হয়েছিল। স্মিথকে টেস্টে নিজের প্রথম বলে ফিরিয়েছিলেন শামার। তবে দ্বিতীয় ইনিংসে স্মিথ ব্যাট করতে নামলেও তাঁকে নতুন বল দেওয়া হয়নি। পঞ্চম ওভারে যখন শামারকে বল দেওয়া হয়, তখন অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে মাত্র ১৪ রান বাকি ছিল।
তারপরই আচমকা বাউন্সার শামারের। যা খাওয়াজার হেলমেটে আছড়ে পড়ে। তাঁর থুতনিতে আঘাত করে। খাওয়াজার মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। কয়েক মুহূর্ত পরে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। তিনি বেরিয়ে যাওয়ার পর মার্নাশ লাবুশেন উইনিং স্ট্রোক নেন। অভিষেকের মঞ্চে নজরকাড়া বোলিং করলেন শামার।
A first in almost 147 years of Test cricket, a new West Indies star and a fruitful homecoming from Travis Head 🙌
— ICC (@ICC) January 19, 2024
All the #AUSvWI talking points as Australia make their #WTC25 push 🗣https://t.co/UjxVaF2Ibe
দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন হ্যাজলউড। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড সেঞ্চুরি করেন প্রথম ইনিংসে। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে ১৪ বছর পর ইডেনে অভীক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে