Child Fever Death : জ্বর, মাথাব্যথা, ৭ দিনের মধ্যেই পরপর শিশুমৃত্যু, আতঙ্ক ছড়াচ্ছে গ্রামে
কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ২২ জনের মধ্যে বেশিরভাগেরই লক্ষণ ম্যালেরিয়ার মতো। যেমন হলদেটে চোখ, সর্দি- কাশি, জ্বর এবং তীব্র মাথাব্যথা।

রহস্যময় জ্বরে আক্রান্ত
চোখ হলুদ। সর্দি, কাশি। চড়চড় করে চড়ছে শরীরের তাপমাত্রা। জ্বর ও বাকি উপসর্গগুলো আর পাঁচটা সাধারণ জ্বর-জারির থেকে বড় একটা আলাদা কিছু নয়। কিন্তু এই জ্বরই কেড়ে নিয়েছে বহু শিশুর প্রাণ। একটি এলাকাতেই আক্রান্ত ১১ জন শিশু। জানা যাচ্ছে, এই কী থেকে এই জ্বর সারবেই বা কীসে, রহস্য ভেদ করতেই পারছেন না চিকিৎসকরা। বেশ কিছু ক্ষেত্রে উপসর্গ মিলে যআচ্ছে ম্যালেরিয়ার সঙ্গে। কিন্তু অসুখটা ম্য়ালেরিয়া নয়।
রক্তের নমুনা কী বলছে
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার একটি গ্রামে রহস্যময় রোগ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আতঙ্কে ছোট ছোট শিশুর বাবা মায়েরা। এক সপ্তাহে পাঁচ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। চিকিৎসকদেরও রীতিমতো ধন্দে ফেলেছে এই অসুখ। গ্রামের আক্রান্তদের থেকে নেওয়া রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ধানবাদে উচ্চমানের পরীক্ষাগারে পাঠানো হয়েছে ব্লাড স্যাম্পল।
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার গ্রামটিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রহস্যময় রোগের থাবা চওড়া হচ্ছে ক্রমশ। আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ২২ জনের মধ্যে বেশিরভাগেরই লক্ষণ ম্যালেরিয়ার মতো। যেমন হলদেটে চোখ, সর্দি- কাশি, জ্বর এবং তীব্র মাথাব্যথা।
এই রোগের খবর পেয়ে রবিবার একটি চিকিৎসক দল নগরভিটা গ্রামে পৌঁছয়। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। যেখানে গ্রামবাসীদের রক্তের নমুনা নেওয়া হয়েছে। এক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, রক্তের নমুনা পরীক্ষার জন্য ধানবাদ পাঠানো হয়েছে এবং তারপরই স্পষ্ট হবে যে শিশুদের মৃত্যুর কারণটা ঠিক কী ? গ্রাম প্রধান মাইসা পাহাড়িয়া জানিয়েছেন, একই পরিবারেরই তিন শিশুর রহস্যময় রোগে মৃত্যু হয়েছে। গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কিত। গ্রামে এর আগে কখনো এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। স্বাস্থ্য কর্মকর্তা রবি কুমার জাটব জানিয়েছেন, চিকিৎসকরা আক্রান্তদের সর্দি, কাশি, জ্বরের ওষুধ এবং ওআরএসের প্যাকেট দিয়েছে। সিভিল সার্জন ডাঃ প্রবীণ কুমার সাঁথালিয়া জানিয়েছেন, ২২ জনের নমুনার পরীক্ষা করা হয়েছে। ম্যালেরিয়ার লক্ষণ পাওয়া গেছে। অজ্ঞাত রোগের কারণগুলি খুঁজে বের করা হচ্ছে। নমুনাগুলো ল্যাবে পাঠানো হয়েছে।
দাবিত্যাগ: প্রকাশিত তথ্যাদি মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে। আপনি কোনও পদক্ষেপ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
