CAB Cricket News: স্থানীয় ক্রিকেটারদের জন্য কড়া আচরণবিধি, ক্লাব ক্রিকেট খেলতে আর চাই না এনওসি
Eden Gardens: আলোচনা হয়েছে প্রস্তাবিত বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়েও। সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের দিন পনেরো পরে শুরু হবে টুর্নামেন্ট।

কলকাতা: আইপিএলের (IPL 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জোরকদমে চলছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রস্তুতি। ইডেনের চারপাশ সেজে উঠছে নাইট তারকাদের ছবি, হোর্ডিং, ফেস্টুনে, বেগুনি আলোয়। আর সেই আবহেই স্থানীয় ক্রিকেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল সিএবি।
বুধবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠক ছিল। আলোচ্য বিষয়ের শুরুতেই ছিল স্থানীয় ক্রিকেটে ভিন রাজ্য থেকে খেলতে আসা ক্রিকেটারদের এনওসি জমা করার নিয়ম আদৌ বৈধ কি না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিএবি-র অ্যাপেক্স কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ভিন রাজ্যের ক্রিকেটারেরা বাংলায় শুধু ক্লাব ক্রিকেটে খেলতে চাইলে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) জমা দিতে হবে না।
আগে নিয়ম ছিল, ভিন রাজ্যের ক্রিকেটারেরা সিএবি-র ক্লাব ক্রিকেটে খেলতে চাইলে এনওসি জমা দিতেই হতো। তবে সম্প্রতি সুপার ডিভিসন লিগে টাউন ক্লাব বনাম মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচে গড়াপেটার কালি লাগে। বলা হয়, নিয়ম ভেঙে এনওসি জমা না দেওয়া একজন বাইরের প্লেয়ার খেলাচ্ছিল মহমেডান এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে না, এই শর্তে নাকি ম্যাচ ছেড়ে দিতে বলা হয়েছিল টাউন ক্লাবের পক্ষ থেকে। যদিও পরে টাউন ক্লাবের শীর্ষকর্তা তথা সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস জানান যে, তাঁরা বাইরের ক্রিকেটার খেলানোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। গড়াপেটার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয়। দুই ক্লাবকেই শো কজ করেছে সিএবি।
এরই মাঝে এনওসি জমা দেওয়ার নিয়ম নিয়েই প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত সেই নিয়ম তুলেই দিচ্ছে সিএবি। তবে কেউ যদি ভবিষ্যতে বাংলার হয়ে খেলার কথা ভাবেন, সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটারদের এনওসি নিতে হবে।
পাশাপাশি স্থানীয় ক্রিকেটে ক্রিকেটারদের জন্য কড়া আচরণবিধি আনার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। স্থানীয় ক্রিকেটে সেই আচরণবিধি ভাঙলে কড়া শাস্তি হতে পারে ক্রিকেটারদের। আলোচনা হয়েছে প্রস্তাবিত বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়েও। সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের দিন পনেরো পরে শুরু হবে টুর্নামেন্ট। পুরুষদের আটটি ও মহিলাদের আটটি দল নিয়ে পৃথকভাবে হবে বিপিএলের দুই বিভাগের প্রতিযোগিতা। কারা দল কিনছে, কবে শুরু হবে টুর্নামেন্ট, তা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সিএবি।
আরও পড়ুন: IPL 2024 Exclusive: রাত জেগে শরীরচর্চা, সারাদিন ঘুম, আন্দ্রে রাসেলের অবাক করা রুটিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
