Border-Gavaskar Trophy: ফের অ্যাডিলেডে ৩৬-এ অল আউট হবে ভারত! দ্বিতীয় টেস্টের আগে বড় ঘোষণা অজ়ি তারকার
IND vs AUS 2nd Test: অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে গোপনে চলছে পিচ তৈরির কাজ।
অ্যাডিলেড: চলতি বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ়ে দ্বিতীয় টেস্টটি ৬ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেডে। সেই অ্যাডিলেড যেখানে গত সফরে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। স্বাভাবিকভাবেই তাই এই মাঠে ভারতীয় দলের স্মৃতি খুব একটা মিষ্টিমধুর নয়। ফের একবার কি একই ছবি দেখা যাবে?
২০২০ সালের মতো এবারেও ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টেই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় টেস্টের আগে স্বাভাবিকভাবেই ফের একবার চর্চায় উঠে আসছে সেই ৩৬ অল আউটের লজ্জার কাহিনী। এই বিষয় প্রশ্ন করা হলে অজ়ি তারকা অ্যালেক্স ক্যারি (Alex Carey) কিন্তু জানাচ্ছেন তাঁরা সিরিজ়ে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও, ফের একবার এমন এক ফলাফল হতে পারে একেবারেই ভাবছে না অস্ট্রেলিয়া দল।
ক্যারি সাংবাদিক সম্মেলনে বলেন, 'ক্রিকেটের ইতিহাসে কিছু অবিস্মরণীয় দিন থাকে যেদিন অসম্ভব কিছু ঘটে। তবে আমরা ওই দিনের মতো পারফরম্যান্সের আশা রেখে একেবারেই মাঠে নামব না। আমদের নির্দিষ্ট একটি প্রক্রিয়া, পরিকল্পনা থাকে এবং আমরা সেটাই বাস্তবায়িত করার চেষ্টা করি। আমি ওই ম্যাচে দলে ছিলাম না। সবকিছুই খুব তাড়াতাড়ি ঘটেছিল সেদিন।'
গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত বললেও কম বলা হবে। সেই রেকর্ডই তাঁদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে জানান ক্যারি। 'আমাদের গোলাপি বলের টেস্টে যা রেকর্ড, তা আমাদের আত্মবিশ্বাস জোগায়। তবে সেই আত্মবিশ্বাস কিন্তু জয় সুনিশ্চিত করে না। তবে আমাদের প্রক্রিয়া, আমাদের খেলার ধরন এবং এই দলের অভিজ্ঞতা আমাদের পারথের পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।'
ভারতের সামনে কিন্তু অ্যাডিলেডে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ভারত যখন ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলছে, তখন গোপনে পিচ তৈরির কাজ চালিয়েছেন কিউরেটার দামিয়ান হু। সঙ্গে একজন সহকারী। এমনিতেই গোলাপি বলের পিচ তৈরির জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বলের পরিচর্যা প্রয়োজন হয়। যে কারণে পিচে ঘাসের খুব সামান্য আস্তরণ রাখতে হয়।
যদিও এখনও পর্যন্ত অ্যাডিলেডের পিচে বেশ ঘাস রয়েছে। এমনকী, আউটফিল্ডের সঙ্গে বাইশ গজের খুব একটা ফারাক করা যাচ্ছে না। পিচের ওপর ভালমতোই রোলার চালানো হচ্ছে। সাধারণত অস্ট্রেলিয়ায় বোলিং সহায়ক হার্ড পিচ বানানোর জন্য যে হাইড্রাগ্লাইড রোলার ব্যবহার করা হয়, সেটাই চালিয়েছিলেন দামিয়ান। আর পিচ প্রস্তুতির এই গোটা পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে স্টেডিয়াম বন্ধ রেখে গোপনে। এবার দেখার টিম ইন্ডিয়া এই চ্যালেঞ্জ পার করতে পারে কি না।
আরও পড়ুন: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ