India vs SA TV Timing: আজ ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা ধুন্ধুমার লড়াই, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
India vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই সিরিজকে অনেকে আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের দর বাড়ানোর সেরা মঞ্চ হিসাবে দেখছেন।
ডারবান: টি-২০ বিশ্বকাপের ফাইনালের অ্যাকশন রিপ্লে যেন।
ফের টি-২০ ফর্ম্যাটে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs SA)। লড়াই এবার প্রোটিয়াদের ডেরায়। চার ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ শুক্রবার ডারবানে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই সিরিজকে অনেকে আইপিএল নিলামের আগে ক্রিকেটারদের দর বাড়ানোর সেরা মঞ্চ হিসাবে দেখছেন। চার ম্যাচে দুরন্ত পারফর্ম করলে ২৪ ও ২৫ নভেম্বরের আইপিএল মেগা নিলামে বড় দরে বিকোতে পারেন, সেই সম্ভাবনা তো আছেই।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের আগে বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার দল একই রয়েছে। শুধু কুইন্টন ডি’কক ও নাথান কুল্টার নাইল মনে হয় নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন কাজ। সে টি-২০ বিশ্বকাপ হোক বা দ্বিপাক্ষিক সিরিজ। সব জায়গাতেই ওদের বিরুদ্ধে খেলা উপভোগ করি। আগেরবার যখন দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম, দারুণ সিরিজ হয়েছিল। আশা করছি ডারবানে ভাল ম্যাচ হবে। আগেরবার এই মাঠে খেলা হয়নি। উপভোগ্য সিরিজ হবে। দুই দলের কাছেই এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার মতোই।'
All in readiness for the #SAvIND T20I series opener in Durban! 🙌#TeamIndia pic.twitter.com/y3gjFYbGna
— BCCI (@BCCI) November 7, 2024
ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী/রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ ও আবেশ খান।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজে, ওট্টনিল বার্টম্যান ও লুথো সিপামলা।
কাদের ম্যাচ
চার ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কবে ম্যাচ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ শুক্রবার, ৮ নভেম্বর
কোথায় খেলা
ডারবানের কিংসমিডে হবে ম্যাচ
কখন শুরু
ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮.৩০। টস ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে, রাত ৮টায়
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।