Timed Out Controversy: ম্যাথিউজ় নন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টাইমড আউট হতেন সৌরভ, অল্পের জন্য রক্ষা
Sourav Ganguly: দুর্ভাগ্য তাড়া করতে পারত সৌরভ গঙ্গোপাধ্যায়কেও! বাংলার আইকন টাইমড আউট হতে হতেও রক্ষা পেয়েছিলেন।
কলকাতা: নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (ODI World Cup) ম্যাচে উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যান হিসাবে নির্ধারিত সময়ে ক্রিজে পৌঁছতে না পারায় টাইমড আউট হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। ইতিহাসে নাম উঠে গেল শ্রীলঙ্কার ক্রিকেটারের। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে টাইমড আউট হলেন ম্যাথিউজ়।
তবে এই দুর্ভাগ্য তাড়া করতে পারত সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)! বাংলার আইকন টাইমড আউট হতে হতেও রক্ষা পেয়েছিলেন।
১৬ বছর আগের ঘটনা। ২০০৭ সালে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলছে। ভারতের একটি উইকেট পড়ার পরই ব্যাট করতে নামছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। যিনি ভারতের হয়ে চার নম্বরে ব্যাটিং করতেন। কিন্তু নিয়মের গেঁড়োয় আটকে যান সচিন। আম্পায়াররা জানান, ভারতের ফিল্ডিংয়ের সময় নির্দিষ্ট সময় মাঠে না থাকার জন্য ভারতীয় ইনিংসেও নির্দিষ্ট সময় অতিবাহিত না হলে ক্রিজে যেতে পারবেন না সচিন।
এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না ভারতীয় ড্রেসিংরুম। সেই ভারতীয় দলের হয়ে টেস্টে পাঁচ নম্বরে নামতেন ভি ভি এস লক্ষ্মণ এবং ছয়ে নামতেন সৌরভ। কিন্তু লক্ষ্মণ সেই সময় স্নান করতে গিয়েছিলেন। ফলে সৌরভকে তড়িঘড়ি নামতে বলা হয়। সৌরভও হতচকিত। তিনি ব্যাট করতে নামার জন্য তৈরিই ছিলেন না। জাতীয় দলের জার্সি তো দূর অস্ত, ট্র্যাকশ্যুট পরে বসেছিলেন। কোনও মতে জার্সি ও প্যাড পরে এবং গ্লাভস হাতে নিয়েই ব্যাট করতে দৌড়ন সৌরভ।
যদিও এমসিসি ম্যানুয়াল বলছে, কোনও ব্যাটার যদি আউট হন বা আহত ও অবসৃত হন বা ক্রিজ ছাড়তে বাধ্য হন, তাহলে নতুন ব্যাটারকে উইকেট পড়ার তিন মিনিটের মধ্যে পরের বলটি খেলার জন্য একেবারে প্রস্তুত থাকতে হবে। তা না হলে টাইমড আউটের আবেদন করতে পারবেন ফিল্ডিং করা দলের ক্রিকেটারেরা।
আইসিসি আয়োজিত বিশ্বকাপের ক্ষেত্রে নিয়মটা আরও কড়া। তিন মিনিট নয়, এক্ষেত্রে ২ মিনিটের মধ্যে ব্যাটারকে ক্রিজে গিয়ে পরের বল খেলার জন্য তৈরি থাকতে হয়।
সৌরভ সেদিন নির্ধারিত সময়ে ব্যাট করতে যেতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ খেলোয়াড়সুলভ মনোভাব দেখান। তাঁরা টাইমড আউটের আবেদন করেননি। করলে আম্পায়ারদের পক্ষে সৌরভকে ফিরে যেতে বলা ছাড়া উপায়ও ছিল না। স্মিথের সৌজন্যমূলক আচরণে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন সৌরভ। স্পিরিট অফ ক্রিকেট মেনে স্মিথের আচরণ প্রশংসিত হয়েছিল সর্বত্র।
সোমবার যদিও বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান পেশাদারিত্বের মোড়কে নিজেকে মুড়ে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন তাঁর কাছে অনেক বেশি মহার্ঘ। জয়ের জন্য মরিয়া শাকিব তাই টাইমড আউট চাইতে দ্বিধা করেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন