(Source: ECI/ABP News/ABP Majha)
Shubman Gill ODI Record: ওয়ান ডে-তে দ্রুততম ১ হাজার রান, কোহলি-ধবনের রেকর্ড ভেঙে দিলেন শুভমন
Ind vs NZ: হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করলেন শুভমন। সেই সঙ্গে পেরিয়ে গেলেন বিরাট কোহলি, শিখর ধবনকে।
হায়দরাবাদ: কখনও তিরুঅনন্তপুরম। তো কখনও হায়দরাবাদ। প্রতিপক্ষ কখনও শ্রীলঙ্কা। কখনও নিউজিল্যান্ড। ওয়ান ডে-তে ব্যাট হাতে শুভমন গিলের (Shubman Gill) শাসন চলছে। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করলেন শুভমন। সেই সঙ্গে পেরিয়ে গেলেন বিরাট কোহলি, শিখর ধবনকে।
ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানের মালিক হলেন গিল। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।
তবে অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।
ব্যাট হাতে ফুল ফোটাচ্ছেন। ফের সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill)। কেরিয়ারের ১৯তম ওয়ান ডে ম্যাচে। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করলেন পাঞ্জাবের ব্যাটার। ৮৭ বলে তিন অঙ্কে পৌঁছে গেলেন শুভমন। অল্পের জন্য রক্ষা পেল শিখর ধবনের রেকর্ড।
ওয়ান ডে ফর্ম্যাটে প্রথম তিনটি সেঞ্চুরি করতে ১৭টি ম্যাচ নিয়েছিলেন ধবন। ওয়ান ডে ক্রিকেটে তিনিই ছিলেন ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে সেঞ্চুরির হ্যাটট্রিকের মালিক। সেই রেকর্ড অক্ষত রইল। তাঁর চেয়ে মাত্র ২টি ম্যাচ বেশি খেলে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন শুভমন।
বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিল ভারত। তবে ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন রোহিত। বড় রান পাননি বিরাট কোহলি (৮), ঈশান কিষাণ (৫), সূর্যকুমার যাদব (৩১)-রা। তবু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ছিলেন শুভমন। মারার বল মেরেছেন। ছাড়ার বল ছেড়েছেন। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানও সম্পূর্ণ করলেন শুভমন।
রোহিতের কীর্তি
নিউজিল্যান্ডের হেনরি শিপলের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে নতুন এক কীর্তি গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। শিপলেকে ছক্কা মেরে ভেঙে দিলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড।
ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে দারুণ এক রেকর্ড ছিল ধোনির ঝুলিতে। ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১২৩টি ছক্কা মেরেছিলেন ধোনি। সেটাই এতদিন ছিল ভারতের মাটিতে ওয়ান ডে-তে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। শিপলেকে মারা ছক্কা ছিল দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের মারা ১২৪তম ছক্কা। ধোনির রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক তৈরি করলেন রোহিত।
বুধবার হায়দরাবাদে শিপলেকে আরও একটি ছক্কা মারেন রোহিত। পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যারের ওপর দিয়ে। ৩৮ বলে ৩৪ রান করে ব্লেয়ার টিকনারের বলে আউট হন তিনি। আপাতত দেশের মাটিতে ১২৫টি ছক্কা রয়েছে রোহিতের।