(Source: ECI/ABP News/ABP Majha)
Nothing Ear 2: প্রায় দু'বছর পর ভারতে হাজির নাথিং কোম্পানির নতুন ইয়ারবাডস, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Nothing Ear 2 TWS Earbuds: অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সঙ্গেই সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে।
Nothing Ear 2: নাথিং সংস্থার নতুন ইয়ারবাডস (Nothing Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার ভারতে লঞ্চ করেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর মডেল এবার হাজির হয়েছে ভারতের বাজারে। জানা গিয়েছে, ভারতে নাথিং ইয়ার ২- এর দাম ৯৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ভারতে। ফ্লিপকার্ট, মিন্ত্রার পাশাপাশি বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ২০২১ সালের জুলাই মাসে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল এবং তার দাম ছিল ৫৯৯৯ টাকা।
নাথিং ইয়ার ২- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে। এই ইয়ারফোন একটি IP54 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারফোন নষ্ট হবে না।
- নাথিং ইয়ার ২ ইয়ারবাডসের প্রতিটি ইয়ার পিসে রয়েছে তিনটি AI ফিচার যুক্ত মাইক্রোফোন। সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। সেই সঙ্গে রয়েছে ইন-ইয়ার এবং ডুয়েল চেম্বার ডিজাইন।
- অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সঙ্গেই সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এছাড়াও উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে। গেম খেলার জন্যেও এই ইয়ারফোন আদর্শ।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড বন্ধ থাকলে এই ইয়ারফোনে একবার চার্জ দিলে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৮ ঘণ্টা চালু থাকবে নাথিং ইয়ার ২ ইয়ারবাডস।
রেডমি নোট ১২ ৪জি
ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজের এই ফোন। আগামী ৩০ মার্চ এই ফোন লঞ্চ হবে দেশে। শোনা যাচ্ছে, রেডমির এই ফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও রেডমি নোট ১২ ৪জি ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর থাকতে পারে। ভার্চুয়াল র্যামের ফিচার সমেত এই ফোনে ১১ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট সোনালি রঙে লঞ্চের কথা রয়েছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা, গ্রুপ কলে যুক্ত করা যাবে বেশি ইউজার