(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal (Seg 1): দরজায় কড়া নাড়ছে বর্ষা! আগামী ৪-৫ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।Bangla News
রেললাইনে কাত হয়ে পড়ে আস্ত ট্রেন! ট্র্যাকের ওপর দিয়ে বইছে কাদার স্রোত। এভাবে ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী। ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।
জোরাল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার প্রভাবে আগামী ৪-৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে এ রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। সেখানে দিনেই নেমেছে সন্ধে। সঙ্গে ভারী বৃষ্টি, চলছে তুষারপাত। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির। রুদ্রপ্রয়াগেও চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই চলছে কেদার দর্শন।