NCB: NCB-র আতসকাচের তলায় আরিয়ান-অনন্যার হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই সূত্র ধরেই চাঙ্কি-কন্যাকে তলব | Bangla News
মাদককাণ্ডের তদন্তে এবার এনসিবি-র নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে (Ananya Panday)। শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই চলছে তদন্ত, এমনটাই দাবি এনসিবি সূত্রে। আজ অনন্যাকে এনসিবি দফতরে দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আগামীকাল সকালে তাঁকে ফের তলব করেছে এনসিবি।
এদিকে, পুজো মিটতেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফর সেরেই যাবেন গোয়ায়। রবিবার তিনদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি, কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। ত্রিপুরার পাশাপাশি তৃণমূলের টার্গেট গোয়া। বাগডোগরা থেকে চারদিনের জন্য গোয়া যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।






















