Bipin Rawat Last Rite : গান ক্যারেজ থেকে তোপধ্বনি, কী কী প্রোটোকল মেনে জেনারেলকে শেষ বিদায়?|Bangla News
আর কিছুক্ষণের মধ্যে দিল্লির ব্রার স্কোয়ারের প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ শ্রদ্ধাজ্ঞাপন চলছে। ফুল দিয়ে জেনারেল শ্রেষশ্রদ্ধা। শীর্ষ পদে দীর্ঘদিন কর্মরত থাকা এমন সেনা নায়কের শেষ বিদায় জানানোর ক্ষেত্রে কী কী প্রটোকল থাকে? এই নিয়ে কর্নেল পৃথ্বিরঞ্জন দাস বলেন, "প্রধানমন্ত্রী ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা শ্রদ্ধা জানান। বিপিন রাওয়াতের ক্ষেত্রে আজ পুরো মিলিটারি অর্ডারে গান ক্যারেজে আনা হয়েছে। এই গান ক্যারেজের প্রিভিলেজ একমাত্র প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর কর্তব্যরত জীবনে মৃত্যু হলে এই প্রিভিলেজ পান অথবা অবসরের সময় পান। ১৭টা তোপধ্বনির অর্থ হল আমেরিকান আর্মিতে এবং ব্রিটেনে ফলো করা হয়। ব্রিটিশ শাসনের অধীন থেকেই এইগুলি ট্রাডিশন হয়ে চলে আসছে আজ পর্যন্ত।"






















