PM MODI: 'অসাধারণ সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন', ১০০ কোটি টিকাকরণ প্রসঙ্গে মোদি| Bangla News
জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। গতকাল ২১ অক্টোবর ভারত টিকাকরণের কঠিন লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। করোনা-কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় ১০০ কোটি ভ্যাকসিনেশন হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। টিকা আমরা এর আগে বাইরে থেকে আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন ছিল। ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নের উত্তর।আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে।"




















