Nisith Pramanik: প্রথমবার সাংসদ হয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক
প্রথমবার সাংসদ হয়েই মোদি মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মন্ত্রকের দায়িত্ব নিয়ে নিশীথ বলেন, "নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে যেভাবে গোটা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাঁর মন্ত্রিসভায় স্থান পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। একই সঙ্গে অমিত শাহজির (Amit Shah) মতো অভিভাবকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। নিজের সর্বশক্তি দিয়ে ভারতবর্ষের উন্নয়নের জন্য সব মানুষের কথা শুনে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।"
এদিকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হলেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। গতকাল শপথগ্রহণের পর আজ দায়িত্বভার নিয়ে তিনি বলেন, ভোটের পর রাজ্যজুড়ে যে অশান্তি চলছে, আমরা চাই তা মিটুক, শান্তি ফিরুক। তবে এখনও, অনেক কেন্দ্রীয় প্রকল্প চালু করছে না রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া কেন্দ্রের কাছে তুলে ধরেছে সবাই। উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়াকে দমিয়ে রাখা যাবে না। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দফতরে গিয়ে দায়িত্ব নেন জন বার্লা। দায়িত্ব নিয়ে তিনি বলেন, "আমার সংসদীয় এলাকায় অনেক চা বাগান শ্রমিক ও সংখ্যালঘু বসবাস করেন। সকলের জন্যই কাজ করব। উন্নয়ন হলেই ফিরবে শান্তি।"
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : অতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা ? নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কী জানালেন পুলিশ আধিকারিক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/46f31e5bba0a6bd362af44626d06909c1739696340943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)