Joint Entrance Exam: চলতি বছরের ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হলেও এখনও অধরা রেজাল্ট
ABP Ananda LIVE: চলতি বছরের ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হলেও এখনও অধরা রেজাল্ট। ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বিগ্ন ও বিরক্ত রাজ্যের জয়েন্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, কিছুদিনের মধ্যে ফল প্রকাশের তারিখ জানানো হবে।
উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত, মর্মান্তিক মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রীর
উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জেই। ভোটগণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় এক বালিকার মৃত্যু। উঠছে বিস্ফোরক অভিযোগ। ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যারা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানান হয়েছে। জানা গিয়েছে, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বোমায় প্রাণহানি হতে পারে, সেই বোমা নিয়ে বিজয়োল্লাস কীভাবে হয়? আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কীভাবে হয়? কেনই বা সেখানে বোমা নিয়ে বেরচ্ছে, সেই প্রশ্নই উঠছে!


















