MHC slams ECI: 'বিচারপতি বাংলার লোক, তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই', কমিশনকে মাদ্রাজ হাইকোর্টের ভৎর্সনা প্রসঙ্গে সৌগত রায়
করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) । আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের হঁশিয়ারি, ‘সঠিক পদক্ষেপ না নিলে দরকার হলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।' এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "আমি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বাংলার লোক। তিনি সব খবর পাচ্ছেন। উনি যা বলছেন সব সঠিক কথা। এটাই তো আমরাও বলছি। আমরা শেষ তিন পর্যায় একসঙ্গে করার কথা বলেছিলাম কিন্তু ওরা তো আমাদের কথাই শুনলেন না। আমি আশা করি, বিচারপতি এর পরে যা পদক্ষেপ নেওয়ার তা নেবেন।"


















