(Source: ECI/ABP News/ABP Majha)
Droupadi Murmu: 'বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত', বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ABP Anannda LIVE: 'বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত'(India)। 'ভারতে তৃতীয়বার মজবুত সরকার'। 'দেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই সরকার'। 'এই সরকারের উপর মানুষ ভরসা দেখিয়েছে'। 'এই সরকারের গ্যারান্টির উপর ভরসা দেখিয়েছে মানুষ'। 'দেশে অভূতপূর্ব বিনিয়োগ হয়েছে'। 'উত্তর-পূর্ব ভারতে শান্তি-উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে'। 'শিক্ষা-স্বাস্থ্য এই সরকারের প্রাথমিক নজরে'। ' দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করতে অভিযান সরকারের'।
একদিকে ফুটপাথ দখলমুক্ত করতে যখন কড়া প্রশাসন, অন্যদিকে দেখা গেল ভিন্ন ছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আবার, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের একাধিক অস্থায়ী অফিস। সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান...খালি হচ্ছে ফুটপাথ...তবে, বুধবার যে বেহালার ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেকছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। স্থানীয়রা বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এই পার্টি অফিস। স্থানীয়রা বলছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যখন জেলের বাইরে ছিলেন, তখন তিনি মাঝেমধ্য়ে আসতেন এই পার্টি অফিসে। ক্য়ারামবোর্ড থেকে চেয়ার, টেবল ফ্য়ান, আলমারি - কী নেই...মাথার উপরে বড় বড় পোস্টার...ধর্মতলার মোড়ে, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস।