![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Politics: কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে জল্পনা, বীরভূমে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী
জেলা বিজেপি সভাপতির তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হঠাৎ বেরিয়ে গিয়েছেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। যদিও তাঁর দাবি তিনি বিজেপিতেই রয়েছেন। সৌমেন বলেন, "আমার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা চলেছে। আমি বিজেপিতেই আছি। দলবদলের কোনও প্রশ্নই নেই।" তৃণমূল অবশ্য এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার বিরোধিতা করে আজ সলপ বাজার থেকে বটতলা পর্যন্ত মিছিল ও হাওড়া-আমতা রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। যদিও এই নিয়ে রাজীবের প্রতিক্রিয়া মেলেনি।
ইলামবাজারে পোস্টার হাতে ক্ষমা প্রার্থনা করে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করলেন শতাধিক বিজেপি কর্মী। এদিনই তাঁদের হাতে পতাকা তুলে দলে স্বাগত জানায় তৃণমূল নেতৃত্ব।
আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানা এলাকায় গ্রামে আদিবাসী মহিলাকে নগ্ন করে গ্রামে ঘোড়ানো, মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল। গত বুধবার ওই ঘটনা ঘটে। চরিত্রহীন সন্দেহে মহিলার উপর চলে অকথ্য অত্যাচার। ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। পুলিশ সূত্রে খবর, হান জুনওয়ের ল্যাপটপ ও একটা আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা রয়েছে। ভাষা সমস্যার কারণে এখনও সেগুলো ক্র্যাক করা সম্ভব হয়নি। উত্তর চিনে কথ্য ভাষা মান্দারিন। পুলিশের দাবি, ওই ভাষায় সোশাল মিডিয়ায় চ্যাট করা হয়েছে। ভাষা বোঝা গেলে ওই কথোপকথন থেকে হান জুনওয়ে সম্পর্কে আরও তথ্য হাতে আসবে বলে পুলিশের দাবি। অন্যদিকে, উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, চিনা নাগরিক হান জুনওয়েকে হেফাজতে পেতে আজ লখনউ আদালতে আবেদন জানানো হবে।
![Kolkata News: কলকাতায় ভরসন্ধেয় TMC কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টা ! প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/15/020a30dd911154bd9d2023c7f70f43621731690553869968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)