GST: এই জিনিসগুলিতে সবথেকে বেশি কর দিতে হয় ভারতীয়দের, দেখুন পুরো তালিকা
Highest GST: ২০১৭ সালে যখন জিএসটি চালু হয়েছিল সারা দেশে, সেই সময় ২২৬টি পণ্যের উপর ২৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর আরোপ করা হয়েছিল। এখন সেই তালিকা এসে ঠেকেছে ১৫টিতে।

Tax: ভারতে নানাবিধ ট্যাক্সের ব্যাপারে এমনিতেই চর্চা চলে, অনেকক্ষেত্রেই নাগরিকদের অভিযোগ যে এই দেশে সবথেকে বেশি ট্যাক্স দিতে হয়। আর কিছুদিন পরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে ভারতে। আর এই বাজেটের কথা উঠলেই নাগরিকদের (GST) মনে সবার আগে উঠে আসে ট্যাক্স বা করের কথা। ভারতে জিএসটি (Tax) বা পণ্য পরিষেবা করগুলিকে বিভিন্ন স্ল্যাবে বিভক্ত করা হয়েছে।
২৮ শতাংশ পর্যন্ত জিএসটি এই পণ্যগুলিতে
২০১৭ সালে যখন জিএসটি চালু হয়েছিল সারা দেশে, সেই সময় ২২৬টি পণ্যের উপর ২৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর আরোপ করা হয়েছিল। এখন সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই তালিকাটা কমতে কমতে ৩৫টি পণ্যে এসে ঠেকেছে। নিম্নলিখিত এই পণ্যগুলিতে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয় ভারতে।
সিমেন্ট, অটোমোবাইল যন্ত্রাংশ, টায়ার, মোটর গাড়ির সরঞ্জাম
তামাক, সিগারেট, পান মশলা
বিশেষ আইটেম যেমন বিমান, ইয়াক
সিনেমার টিকিট, পাঁচ তারা হোটেলের খাবার, পানীয়
এখন জিএসটি কমেছে এই পণ্যগুলিতে
কয়েক বছর আগে এই পণ্যগুলিতে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছিল, সেই তালিকা থেকে ১৫টি পণ্যকে কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশ স্ল্যাবে। এর মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ২৭ ইঞ্চির টিভি, ভ্যাকুয়াম ক্লিনার, ফ্রিজ এবং রঙের মত পণ্য। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।
পেট্রোল ও ডিজেলে জিএসটি দিতে হয় না, তবু করের পরিমাণ অনেক
পেট্রোল ও ডিজেল বর্তমানে জিএসটির আওতায় আসে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকার আলাদা আলাদা কর আরোপ করে এই জ্বালানি তেলের উপরে। এই পণ্যকেও যদি জিএসটির আওতায় আনা হয় এবং ২৮ শতাংশ স্ল্যাবে রাখা হয়, তাহলেও পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট আর কিছুদিনের মধ্যে পেশ করবেন নির্মলা সীতারামন। মানুষ তাই এই বাজেটকে ঘিরে আশাবাদী যে মুদ্রাস্ফীতি থেকে এই বাজেটে খানিক স্বস্তি মিলবে। তবে আয়করের পরিধি নিয়ে সরকারের তরফে কিছু সুরাহা পেতে পারেন সাধারণ মানুষ।
এবারের বাজেটে বার্ষিক ১০.৫ লক্ষ টাকা আয় হলে আয়কর থেকে মুক্তি দিতে পারে কেন্দ্র সরকার। মধ্যবিত্তদের উপর থেকে আয়করের বোঝা লাঘব করতেই এমন ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Stock Market: ৩ টাকা থেকেই ৩ লাখে গিয়েছিল দাম, এই শেয়ারেই এখন ৬০ শতাংশ পতন; বড় লোকসান বিনিয়োগকারীদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
