Birbhum News: ২৪ মাস পর দরজা খুলল রবীন্দ্রভবনের
Birbhum Update: রবীন্দ্রভবনের এই সংগ্রহশালায় রয়েছে নোবেল পুরস্কারের রেপ্লিকা, রবীন্দ্রনাথের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি।
আবির ইসলাম, বীরভূম: দুইবছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর রবীন্দ্রভবন (Rabindra Bhavan)। শনিবারই বিজ্ঞপ্তি জারি করে সংগ্রহশালা খোলার কথা জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। কোভিড-ধাক্কা কাটিয়ে রবীন্দ্রভবন খুলে গেলেও পর্যটকদের সেখানে ঢুকতে হবে কোভিড বিধি মেনে। ২ বছর বিশ্বভারতীর (Viswa bharati) রবীন্দ্রভবন বন্ধ থাকায় কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এবার তা খুলে যাওয়ায় টিকিট বিক্রি থেকে ফের আয় মিলবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। রবীন্দ্রভবনের এই সংগ্রহশালায় রয়েছে নোবেল পুরস্কারের রেপ্লিকা, রবীন্দ্রনাথের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকরিক জানিয়েছেন, রবীন্দ্রভবন সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কোভিড বিধি মেনে প্রবেশ করতে হবে পর্যটকদের। সপ্তাহে ৫ দিন খোলা রবীন্দ্রভবন।
কবে থেকে বন্ধ:
২০২০-র ৯ মার্চ থেকে বন্ধ ছিল রবীন্দ্রভবন। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিশ্বভারতী খুলে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় খুললেও রবীন্দ্রভবনের দরজা খোলেনি। শেষপর্যন্ত শনিবার বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রভবন খোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
টিকিট কত টাকার?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিভিন্ন পর্যটকদের জন্য টিকিটের মূল্য আলাদা। পড়ুয়াদের জন্য টিকিটের মূল্য ১০ টাকা। দেশের পর্যটকদের টিকিটের মূল্য ৭০ টাকা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে টিকিট কিনতে হত জনপ্রতি ৩০০ টাকা দিয়ে। অন্য দেশের পর্যটকদের জন্য টিকিটের মূল্য ৫০০ টাকা। রবীন্দ্রভবনের টিকিট কাউন্টারের কর্মী যাদব অধিকারী বলেন, 'প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়।'
খুশি আশ্রমিকরা:
রবীন্দ্রভবন খুলে যাওয়ায় খুশি আশ্রমিকরা। আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্র বলেন, 'রবীন্দ্রভবন বন্ধ ছিল বলে বিশ্বভারতীর আর্থিক ক্ষতি হচ্ছিল। এখন সংগ্রহশালা খুলেছে, এতে আমরা খুশি। পর্যটক ও গবেষকদের সুবিধা হবে।' পর্যটক স্মৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, 'শান্তিনিকেতনে এসেছি। রবীন্দ্রভবন দেখতে পারব এবার।'
আরও পড়ুন: দেশে টেলি মেডিসিনে ‘দ্বিতীয়’ বাংলা, নতুন নজির স্বাস্থ্য দফতরের