Calcutta High Court: 'যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ, তাঁকে কেন কলকাতা হাইকোর্টে বদলি?' প্রতিবাদে আইনজীবীদের সংগঠন
Calcutta High Court News:এদিন হাইকোর্টের কার্যক্রম শুরু হতেই কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সব সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় প্রতিবাদে আজ কোনও বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না তাঁরা।

কলকাতা: দিল্লি হাইকোর্টের বিচারপতিকে বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টে । বৃহস্পরিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বদলির সুপারিশকরেছে। এই সুপারিশে দিল্লি হাইকোর্টের বিচারপতি দিনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করার কথা বলা হয়েছিল। সুপ্রিম নির্দেশের সেই বদলির প্রতিবাদ হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি অফ ক্যালকাটা- আইনজীবীদের এই তিনটি সংগঠন বিচারপতি দীনেশ কুমার শর্মার বদলির বিরোধিতা করেছে।
এদিন হাইকোর্টের কার্যক্রম শুরু হতেই কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সব সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় প্রতিবাদে আজ কোনও বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না তাঁরা। বিকেল ৩.৩০ পর্যন্ত বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের সুনাম ও গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। তাঁদের তরফে বলা হয়েছে, 'যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ, তাঁকে কেন কলকাতা হাইকোর্টে বদলি?' অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের।
বিচারপতি শর্মার বিরুদ্ধে পূর্ববর্তী অভিযোগগুলির উল্লেখ করে বার অ্যাসোসিয়েশনের তরফে চিঠিতে বলা হয়েছে দিল্লি হাইকোর্টে তার কার্যকাল চলাকালীন ২০২৪ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে উঠে আসা গুরুতর অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট উভয়কেই সম্বোধন করা অভিযোগগুলিতে দাবি করা হয়েছে যে বিচারপতি শর্মা নিয়মিতভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তাড়াহুড়ো করে "Part-Heard" হিসেবে রেখে দিয়েছিলেন। এমনকি জুডিশিয়াল রোস্টার বদলের পরও ওই মামলাগুলির উপর তাঁর এক্তিয়ার বজায় ছিল।
আগে এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিল আইনজীবীদের ৩ সংগঠন। চিঠিতে বলা হয়েছে, যে কলকাতা হল দেশের প্রাচীনতম হাইকোর্ট। ফলে কোনও বিতর্কিত বা স্বল্প মেয়াদের একজন বিচারপতিকে বদলি ঠিক নয়। এতে এই হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হবে। চিঠিতে পাঁচজন বিচারপতির নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্যান্য হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি হয়েছিলেন। কিন্তু, এখানে বদলি হয়ে আসার কয়েক মাসের মধ্যেই অবসর গ্রহণ করেছিলেন।
চিঠিতে আইনজীবীরা কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতি যাঁদের অন্য হাইকোর্টে বদলির করা হয়েছে তাঁদের ফিরিয়ে আনার জন্যও অনুরোধ করা হয়েছে। তথ্য অনুযায়ী, কলকাতা হাইকোর্টের আটজন বিচারপতিকে সম্প্রতি অন্যান্য হাইকোর্টে বদলি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ওড়িশা, মেঘালয় এবং সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
আইনজীবীদের দাবি, এই বদলি শুধু নিয়মমাফিক বদলি নয়, সম্প্রতি ওঠা এই সব অভিযোগের ভিত্তিতেই বিচারপতি শর্মাকে বদলি করার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বিচারপতির কার্যকালের স্বল্প মেয়াদের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। জানা যাচ্ছে, বিচারপতি শর্মার অবসরের আর মাত্র দু'বছর বাকি আছে।
বিচারপতি শর্মা বর্তমানে দিল্লি হাইকোর্টের ১৮তম প্রবীণ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি দিল্লির জেলা ও সেশন বিচারক এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসেবে কাজ করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
