Howrah landslide : 'টিনের ঘরে বাচ্চা নিয়ে মরব?' বেলগাছিয়া কন্টেনার-ঘর নিয়েও অসন্তোষ, হাওড়ার জঞ্জাল যাচ্ছে ধাপায়
ফেলার জায়গা না থাকায় হাওড়ার দিকে দিকে জমছে জঞ্জাল। এদিকে জগাছায় ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দিয়েছেন স্থানীয়রা।

অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, হাওড়া : বুক চাপড়াচ্ছে বেলগাছিয়া। গত এক সপ্তাহের মধ্যে হাওড়ার বেলগাছিয়ায় নেমে এসেছে একের পর এক বিপর্যয়। প্রথমে জল বন্ধ, এরপর বিদ্যুৎ চলে যাওয়া, আর তারপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ভাগাড় ধসে যাওয়া। দুর্ভোগের অন্ত নেই হাওড়ায়। আর এবার, ফেলার জায়গা না থাকায় হাওড়ার দিকে দিকে জমছে জঞ্জাল। এদিকে জগাছায় ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দিয়েছেন স্থানীয়রা।
আরুপাড়ায় আবর্জনা ফেলায় ঘোর আপত্তি
আপাতত বেলগাছিয়ার ভাগাড়ে বন্ধ করে দেওয়া হয়েছে আবর্জনা ফেলা। আর, নতুন জায়গায় জঞ্জাল ফেলতে বাধা দিচ্ছেন স্থানীয়রা। সব মিলিয়ে, কার্যত ভেঙে পড়েছে হাওড়া পুর এলাকার জঞ্জাল সাফাই পরিষেবা। বেলগাছিয়ার ভাগাড়ের বিকল্প হিসাবে পুরসভার তরফে যে জায়গা বেছে নেওয়া হয়েছিল, সেই আরুপাড়ায় আবর্জনা ফেলায় ঘোর আপত্তি স্থানীয়দের। তাঁদের বক্তব্য, জগাছাকে তাঁরা দ্বিতীয় বেলগাছিয়া হতে দেবেন না। এরপরই পুরসভার সাফাইকর্মীরা পড়ছেন সমস্যায়। এই পাহাড়প্রমাণ জঞ্জাল কোথায় যাবে? অবশেষে ভাবা হয়েছে বিকল্প । হাওড়ার জঞ্জাল এবার গঙ্গা পেরিয়ে যাবে কলকাতায়। হাওড়ার বিপুল পরিমাণের জঞ্জাল নিয়ে যাওয়া হচ্ছে ধাপাতে। কিন্তু এটা কোনও স্থায়ী সমাধান নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।
তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর
অন্যদিকে, বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর। বসানো হচ্ছে দরজা-জানলা। আপাতত সেখানেই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিন হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত
এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন। কিন্তু চেক নিয়ে যে চলে যাব, আমরা যাব কোথায়? প্রশ্ন তুলছেন অনেকে। অনেকের আবার দাবি, টাকা চাই না, ঘর বানিয়ে দেক প্রশাসন ! এই প্রবল গরমে কন্টেনার - ঘরে কীভাবে থাকবেন তাঁরা? বাচ্চা নিয়ে গরমে কীভাবে থাকবেন, প্রশ্ন তুলছেন এলাকাবাসীদের একাংশ। তবে স্থানীয় স্কুলেও ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
কী পরিস্থিতি বেলগাছিয়ায় ?
ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্য়ে আবার
হাওড়ারই উলুবেড়িয়া পুরসভাতেও, জলের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল ধরায়, আতান্তরে হাজার হাজার মানুষ। চৈত্রের গরমে তীব্র জলকষ্টে ভুগছেন সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক ঘিরে লম্বা লাইন। ইতিমধ্যেই শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মেলে, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, চরম অনিশ্চয়তায় সবহারানো পরিবারগুলি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
