(Source: ECI/ABP News/ABP Majha)
Jyotipriya Mallick:নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রীর পদে জেলে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয়র নাম! শুরু বিতর্ক
West Bengal Ministry: নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রী হিসেবে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) জেলে হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। কিন্তু নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রী হিসেবে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪-র সরকারি ক্যালেন্ডার। সেখানে মিনিস্টার ইন চার্জের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিকাণ্ডে ED-র হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী। ED-র অভিযোগ, দফতরে বসেই সরকারি ধান, চাল, গম নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির র্যাকেট চালিয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর নাম সরকারি ক্যালেন্ডারে থাকায়, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তাঁর বিধানসভা কেন্দ্র হাবড়ায়, পুরসভার ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চেও দেখা গেল ধৃত মন্ত্রীর ছবি। ফ্লেক্সের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও সেসবে গুরুত্ব দিতে নারাজ, তৃণমূল পরিচালিত হাবরা পুরসভার চেয়ারম্যান।
আরও পড়ুন, নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা? চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা
কিছুদিন আগে এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে কড়া নজরদারির নির্দেশ ইডির। আদালতের নির্দেশ মেনে মন্ত্রীর কেবিনে বসানো হচ্ছে সিসিটিভি। সিসি ক্যামেরার নজরদারিতে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য আদালতে আবেদন জানিয়েছিল ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, হাসপাতালে তাঁর সঙ্গে কারা দেখা করতে যাচ্ছেন, তার ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। এরপরই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভই বসানোর নির্দেশ দেয় আদালত। সিসি ক্যামেরার লিঙ্ক দেওয়া হবে ইডিকেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে