Cyber Fraud: ই-চালানের নামে প্রতারণায় নতুন ফাঁদ সাইবার জালিয়াতদের
Cyber Fraud: করোনা আহহেই দ্রুত অপরাধের ধরন বদলে ফেলছে সাইবার জালিয়াতরা। সরকারি সংস্থার নাম ভাঁড়িয়ে কখনও ভ্যাকসিনেশনের নামে ভুয়ো ইমেল।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কখনও ট্রাফিক পুলিশের (Traffic Police) নামে আসছে ই-চালান কাটার ই-মেল। কখনও আবার আয়কর দফতরের (Income Tax) নামে পাঠানো মেলে বলা হচ্ছে আয়কর রিটার্নের (IT Return) কথা। প্রতারণায় নতুন ফাঁদ সাইবার জালিয়াতদের। ভাল করে না দেখে লিঙ্কে ক্লিক করেছেন কী সর্বনাশ। সাবধান থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
ঘন ঘন রূপ বদলে নাকানি চোবানি খাওয়াচ্ছে ধুরন্ধর করোনা ভাইরাস। আর করোনা আহহেই দ্রুত অপরাধের ধরন বদলে ফেলছে সাইবার জালিয়াতরা। সরকারি সংস্থার নাম ভাঁড়িয়ে কখনও ভ্যাকসিনেশনের নামে ভুয়ো ইমেল। কখনও ভুয়ো ইমেল বুস্টার ডোজের নামে। কখনও আবার আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ করতে বলে ভুয়ো মেল। যখন যেটা চলছে, তার টোপ দিয়ে সাধারণ মানুষকে পাঠানো হচ্ছে SPOOFING mail। সাইবার অপরাধের এই পদ্ধতিতে যুক্ত হল নতুন দুটি ট্রেন্ড। ইনকাম ট্যাক্স এবং ই-চালান। দু’টি ক্ষেত্রেই সরকারি সংস্থার নাম ভাঁড়িয়ে পাঠানো হচ্ছে ভুয়ো মেল। আর মেলে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে।
সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় বলেন, “এখন আর অ্যাপ ডাউনলোড করতে বলছে না। ওটিপি চাইছে না। লিঙ্কে ক্লিক করলেই ম্যালওয়্যার ফোনের দখল নিয়ে নেবে। ই-চালানে মোবাইল নম্বর, গাড়ির নম্বর চাইবে। নিমেষে হ্যাক করে নিতে পারে। ফোন থেকেই সবাই ব্যাঙ্কিংয়ের কাজ করে। ট্রাফিক থেকে ফাইনের মেল এলে জানবেন, শুধু মোবাইল আসবে না। রেজিস্টার্ড মোবাইল নম্বরেও মেসেজ আসবে।‘’
আগামী মাসেই শেষ হবে অর্থবর্ষ। তার আগে আয়কর রিটার্নের টোপ দিয়ে পাঠানো হচ্ছে ভুয়ো ইমেল। তাও আবার আয়কর দফতরের নাম ভাঁড়িয়ে। অজানা লিঙ্ক সহ এমন ইমেল পেয়েছেন সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীও। তথ্যপ্রযুক্তি কর্মী সুদীপ্ত সাঁতরার কথায়, “আয়কর দফতরের নামে ইনকাম ট্যাক্স মেল। সেখানে বলা হয়েছ আমি ৮৫০ টাকা আয়কর রিটার্ন পাব। সন্দেহ হওয়ায় বন্ধুর সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি ফেক।‘’ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এত সূক্ষ্ম মোড়কে এই ফাঁদ পাতা হয়, খুব সচেতন না থাকলে বিপদ অনির্বার্য।
আরও পড়ুন: Covid19: করোনা আবহে বাড়ছে হৃদরোগের আশঙ্কা! গবেষণা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য