RG Kar News: মধ্যরাতে করিডরে ঘুরছিলেন সঞ্জয়, এরপরই.. CCTV-তে হাড়হিম দৃশ্য! RG Kar-এ চিকিৎসক খুনে নয়া মোড়
RG Kar Medical College: আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় নতুন তথ্য এবার উঠে এল।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মধ্যরাতে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের 'নৃশংস' মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। কীভাবে অত রাতে হাসপাতালে ধর্ষিতা হয় খুন হতে হল ৩১ বছর বয়সি চিকিৎসককে সেই প্রশ্ন নিয়েই পথে পথে মিছিল। প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশ্নে মুখে প্রশাসন-পুলিশও। শুক্রবার থেকেই সূত্র খুঁজে চলেছিল পুলিশ, আটক করা হয়েছিল সঞ্জয় রায়কেও। যদিও নিজের অপরাধের কথা স্বীকার করেনি, তবে জিজ্ঞাসাবাদের মধ্যেই প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ।
আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় নতুন তথ্য এবার উঠে এল। পুলিশ সূত্রে বলা হয়েছে, রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ দোতলা , তিনতলার করিডরের সিসিটিভি-তে দেখা গেছে সঞ্জয় রায়কে। চেস্ট বিভাগের কাছের সিসিটিভিতেও দেখা যায় সঞ্জয় রায়কে। সেখানে আর কারও গতিবিধির ছবি পাওয়া যায়নি। সিসিটিভি-র ছবি হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের দেখানো হয়। তাঁরা সঞ্জয় রায়কে চিনতে পারে। নার্স ও অন্যান্য কর্মীরা জানায় হাসপাতালে বিভিন্ন সময়ে রোগী ভর্তি করতে আসে এই ব্যক্তি। এরপর তার সম্পর্কে তথ্য জোগাড় দক্ষিণ কলকাতা থেকে তাকে আটক করা হয়।
যদিও ধৃতের দাবি, পরশু রাতে রোগী ভর্তি করতে হাসপাতালে গিয়েছিল। তবে পুলিশ তদন্ত করে জানতে পারে, কিন্তু সেই সময় রোগী ভর্তির কোনও প্রমাণ পাওয়া যায়নি, খবর সূত্রের। ধৃতের কথায় বিভিন্ন অসঙ্গতি মেলে বলেও পুলিশের দাবি।
এদিন সকালেই বয়ানে অসঙ্গতি দেখে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায়কে। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি সঞ্জয় রায়ের, সেই সূত্রেই তাঁকে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন, বহিরাগত হয়েও হাসপাতালে অবাধ যাতায়াত, হেডফোনের ছেঁড়া তারেই চিকিৎসক-খুনে গ্রেফতার সঞ্জয়
তবে এখন যে প্রশ্ন উঠছে তা হল, কীভাবে হাসপাতালের কর্মী না হয়েও দিনের পর দিন হাসপাতালে অবাধে যাতায়াত ছিল সঞ্জয়ের? কীভাবে অত রাতে সেমিনার হলে পৌঁছলেন বহিরাগত সঞ্জয়? এই ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আর কেউ কি জড়িত ছিলেন? টানা জিজ্ঞাসাবাদে সেই সূত্র খুঁজছে পুলিশ। সূত্রের খবর, আজই শিয়ালদা কোর্টে পেশ করা হতে পারে সঞ্জয়কে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে