RG Kar News: থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন-বহিষ্কারের সিদ্ধান্ত খারিজ! নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court on RG Kar News: হুমকি সংস্কৃতি-তে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন-বহিষ্কারের সিদ্ধান্তকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
রুমা পাল, কলকাতা: থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন ও বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত। ৫১ জন ডাক্তারকে সাসপেন্ড ও সাসপেনশনে কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকরী নয়। 'আর জি কর মেডিক্যালের বিতর্কিত চিকিৎসকদের উপর সাসপেনশন ও বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর নয়। স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়', নির্দেশ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দর।
'কারণ ছাড়াই সাসপেন্ড, কী কারণে বহিষ্কার, তার কারণ স্পষ্ট নয়। কী অভিযোগ, সেটাও জানানো হয়নি', সওয়াল বহিষ্কৃত ও সাসপেন্ডেড ডাক্তারদের আইনজীবীর। রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব, কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে। 'রাজ্য সিদ্ধান্ত নেবে, আমরা কাউকে বহিষ্কার করিনি', সওয়াল আর জি কর মেডিক্যালের আইনজীবীর। '৫০০ জন রেসিডেন্ট ডাক্তার এদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনেন', অথচ আমাদের মামলায় পার্টি না করে কী ভাবে মামলা? প্রশ্ন অনিকেত মাহাতোর আইনজীবীর। পার্টি হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন, মন্তব্য বিচারপতির।
আদালতে আর জি কর-এর হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত ডাক্তারদের তরফে দুটি পিটিশন দায়ের করা হয়েছিল। অবকাশকালীন বেঞ্চে এই পিটিশন দাখিল করা হয়। সওয়াল-জবাব শেষে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় আর জি কর মেডিক্যালের বিতর্কিত চিকিৎসকদের উপর সাসপেনশন ও বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর নয়। স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেনশন ও বহিষ্কার করা যাবে না।
আরও পড়ুন, বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ?
এদিকে এই পিটিশনের ভিত্তিতে যে মামলা হয় সেখানে পার্টি করা হয়নি জুনিয়র ডক্টর্স ফোরামকে। অন্যদিকে, বহিষ্কৃত চিকিৎসকদের তরফে একাধিক অভিযোগ হাইকোর্টে জানান হয়। কী কারণে, কোন প্রেক্ষাপটে সাসপেন্ড করা হয়, সেই কারন নিয়েও বাক্যালাপ চলে কলকাতা হাইকোর্টের উক্ত বেঞ্চে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে