SSC Chairman Resigns: নিয়োগ-বিতর্কের মধ্যেই এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ
হঠাৎ ইস্তফা দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই সিদ্ধার্থ মজুমদারের চেয়ারম্যান পদে আইএএস-কে বসাতে চায় সরকার।
কলকাতা: নিয়োগ-বিতর্কের (SSC Recruitment Scam) মধ্যেই পদত্যাগ করলেন এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার হঠাৎ-ই ইস্তফা দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই সিদ্ধার্থ মজুমদারের চেয়ারম্যান পদে আইএএস-কে (IAS) বসাতে চায় সরকার (West Bengal Government)।
১২ এপ্রিল প্রথম দফায় হাজিরার ওপর স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় দফায় আবেদন করেও, সুরাহা মিলল না। অবশেষে SSC মামলায় CBI জিজ্ঞাসাবাদের মুখে পার্থ চট্টোপাধ্যায়।
একাধারে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন,সন্ধে ৬টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI’র নিজাম প্যালেসে অফিসে হাজিরা দিতে হবে।
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। মৌখিকভাবে রক্ষাকবচেরও আবেদন করা হয়! কিন্তু, নিয়ম মেনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায়, নির্দেশ দিতে অস্বীকার করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। রক্ষাকবচও দেওয়া হয়নি।
পার্থ চট্টোপাধ্যায়কে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদনের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ। শেষপর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে CBI-এর দফতরে হাজিরা দেন রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল : এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই।
জানায় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান।