West Bengal News Live Updates: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
Background
১। বাংলার বুকে কাটছে না অপরাধের অমাবস্যা। শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অগ্নিগর্ভ ফালাকাটা। কুমারগ্রামেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার নির্যাতিতা।
২। শিশুকন্যার ধর্ষণ-খুনে ফুঁসছে ফালাকাটা। পাল্টা গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের। বিডিও-কে ঘিরে বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ।
৩। আর জি কর কাণ্ডের পর আলিপুরদুয়ারেও ময়নাতদন্ত ঘিরে প্রশ্ন। ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই হল নিহত নির্যাতিতা নাবালিকার ময়নাতদন্ত। স্বাস্থ্য ভবনকে চিঠি কোচবিহার MJN মেডিক্যালের।
৪। ফের আলিপুরদুয়ার। ফালাকাটাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কুমারগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ধৃত ১। বর্ধমান, ডোমকলেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাকড়াও প্রতিবেশী।
৫। টিউশনে যাওয়ার সময় গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর, দাবি পরিবারের।
৬। ধর্ষণ-খুনে গণপিটুনিকে সমর্থন কুণাল-শুভেন্দুর। কুণাল বললেন, "যাঁরা মারধর করেছেন, তাঁরাও যেন অহেতুক আইনি জটিলতায় না পড়েন।" শুভেন্দু র কথায়, "উপায় না থাকলে মানুষকে আইন হাতে তুলে নিতে হবেই।"
৭। মাদারিহাটে বিধানসভা কেন্দ্রের প্রচারে শুভেনদুর মুখে আর জি কর কাণ্ড। (শুভেন্দু, " আর জি কর-কাণ্ডের পর প্রথম ভোট, বদলা নেবেন না?"
৮। বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। দলের সঙ্গে সম্পর্ক নেই, বিতর্কের মুখে দাবি শাসকদলের।
৯। পশ্চিমবঙ্গও কি খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে গেল? একের পর এক ধর্ষণ-খুনের তোলাপাড়ের মধ্যেই বিস্ফোরক পোস্ট তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। মাঝে মাঝে বোধোদয়, কটাক্ষ শমীকের।
১০। পাটুলিতে বোমাবিদ্ধ শৈশব। পরিবারের কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। মাঠের দায়িত্বে KMDA, আইন-শৃঙ্খলা দেখে পুলিশ। দায় ঝাড়লেন কাউন্সিলর। বিস্ফোরণের পর তড়িঘড়ি মাঠ সাফাই পুরসভার।
১১। ৫ লক্ষ টাকার তোলা দাবি। না দেওয়ায় বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জের, পাল্টা দাবি অভিযুক্ত শাসক নেতার।
১২। নারকেলডাঙায় তুলকালাম। দুই গোষ্ঠীর সংঘর্ষে ইটবৃষ্টি। চলল গুলি, আহত সিভিক। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের। ফুটেজ দেখে চলছে অভিযুক্তদের খোঁজ।
১৩। নারকেলডাঙায় অশান্তির নেপথ্যে তোষণের রাজনীতি। অভিযোগ শুভেন্দুর। কালীপুজোর বিসর্জনে হামলার অভিযোগ। ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা, বাইক রাখা নিয়ে অশান্তি। দাবি পুলিশের।
১৪। শীতের আগে ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। বিধাননগরে ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিক ফিভারের উল্লেখ।
১৫। দুয়ারে কড়া নাড়ছে শীতের আমেজ। কার্তিকের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা। তাপমাত্রা নামতে পারে কুড়ির ঘরে। উত্তরে হালকা বৃষ্টির পূর্বাভাস।
Bhai Phonta 2024: রাজ্য বিজেপি-র দফতরে ভাইফোঁটার আয়োজন
রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের মধ্যে ভাইফোঁটায় অভিনব ছবি বিজেপির রাজ্য দফতরে। বোনের ফোঁটা দিলেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা।
Mogra News: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
আর জি কর, কুলতলি, ফালাকাটা, গাইঘাটার পর এবার মগরা। বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির।
Falakata News: বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা, থমথমে নিহত শিশুকন্যার গ্রাম
বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট।
Kolkata News: ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হালতুর দম্পতি
খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর কসবার হালতু, ফের আক্রান্ত প্রতিবাদী। ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Firhad Hakim: বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব, ভাইফোঁটায় বললেন ফিরহাদ হাকিম
বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব। ভাইফোঁটার দিন এই মন্তব্য করলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। উপহার যেমন নিলেন, তেমনই দিলেনও। আদতে পূর্ববঙ্গের বলে তাঁর বাড়ির ফোঁটা হয় প্রতিপদে। এদিন এলাকার মহিলারা তাঁকে ফোঁটা দেন। ফিরহাদের স্মৃতিতে ভাইফোঁটা মানে পায়েস খাওয়া। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান মেয়র।