West Bengal News Live Updates: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Bhai Phonta 2024: রাজ্য বিজেপি-র দফতরে ভাইফোঁটার আয়োজন
রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের মধ্যে ভাইফোঁটায় অভিনব ছবি বিজেপির রাজ্য দফতরে। বোনের ফোঁটা দিলেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা।
Mogra News: মগরায় বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
আর জি কর, কুলতলি, ফালাকাটা, গাইঘাটার পর এবার মগরা। বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির।
Falakata News: বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা, থমথমে নিহত শিশুকন্যার গ্রাম
বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট।
Kolkata News: ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হালতুর দম্পতি
খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর কসবার হালতু, ফের আক্রান্ত প্রতিবাদী। ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Firhad Hakim: বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব, ভাইফোঁটায় বললেন ফিরহাদ হাকিম
বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব। ভাইফোঁটার দিন এই মন্তব্য করলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। উপহার যেমন নিলেন, তেমনই দিলেনও। আদতে পূর্ববঙ্গের বলে তাঁর বাড়ির ফোঁটা হয় প্রতিপদে। এদিন এলাকার মহিলারা তাঁকে ফোঁটা দেন। ফিরহাদের স্মৃতিতে ভাইফোঁটা মানে পায়েস খাওয়া। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান মেয়র।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
