West Bengal News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার
West Bengal News : জেলা থেকে জেলার খবর, এক নজরে এক ক্লিকে।
LIVE
Background
১। রাজভবন অব্যাহতি দিল নন্দিনী চক্রবর্তীকে ( IAS officer Nandini Chakraborty )। রাজভবনের ইচ্ছায় সরানো হল রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারিকে, সূত্রের খবর।
২। রাজ্যপালকে ( West Bengal governor C V Ananda Bose ) করতে চায় বিজেপি ( BJP ) , আক্রমণ শান্তনুর। রাজ্যপালের বোধোদয় হয়েছে বলে কি সরানো হল ? প্রশ্ন সুজনের। সিদ্ধান্তকে স্বাগত, প্রতিক্রিয়া শমীকের।
৩। কোচবিহারে বিএসএফের ( BSF ) গুলিতে তরুণের মৃত্যু, ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের ( Abhishek Banerjee ) । দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।
৪। ' মানুষকে উস্কাচ্ছে, বর্ডারে গরু পাচার বন্ধ, লাভ বাড়িতে পৌঁছচ্ছে না ' কোচবিহারের মৃত্যু নিয়ে অভিষেককে পাল্টা আক্রমণ সুকান্তর ( Sukanta Majumdar ) ।
৫। ' কয়লা, গরু পাচারের টাকা লুকিয়ে আছে টালির চালে। চাকরির কোটি কোটি চুরি করেছে হাওয়াই চটি ', নাম না করে মমতাকে আক্রমণ নাড্ডার।
৬। ' বিজেপি শাসিত রাজ্যে ইডি-সিবিআই রেড হয়না কেন, এরা কি ধোয়া তুলসীপাতা। সরকার পাল্টালেই জেলে ঢুকবে' আক্রমণ অভিষেকের।
৭ । বকেয়া ডিএ-র দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। দু'ঘণ্টার কর্মবিরতি, অনশনের পর এবার আজ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।
৮। রহড়ায় রিসর্টে চাঁদার জুলুম। ৫০ হাজার টাকা না মেলায় তাণ্ডব, মারধর। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতির ভাই। অভিযোগের পর গ্রেফতার।
৯। মেলার জন্য চাঁদা চাওয়ার কথা স্বীকার করেও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এটাই এখন বাংলার সংস্কৃতি, কটাক্ষ রাহুল সিনহার। দল সমর্থন করে না, পাল্টা শান্তনু।
১০ । হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ১৯১১টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু। ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। যদিও এই তালিকা চূড়ান্ত নয়, জানাল এসএসসি।
WB News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার
'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার । হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি, প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার ।নিয়োগপত্র-সুপারিশপত্র 'জাল' করে একই স্কুলেই ভুগোলের শিক্ষক ছেলে। নথি জাল করে ছেলে অনিমেষের চাকরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার। দফায় দফায় জেরার পরে সুতির গোঠা এ রহমান স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার ।
West Bengal News Live : পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর!
সুইসাইড নোটে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর কারা দুর্নীতিতে যুক্ত, রয়েছে তাঁদের নামও। তারপরও পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর! লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তে দাবি করেছে মৃতের পরিবার।
WB News Live : পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি
পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যায়ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আপত্তি জানিয়েছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। যদিও নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভাইস চেয়ারম্যান। তবে কাউন্সিলরের পাশেই দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
West Bengal News Live : বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু
বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হোমগার্ডের মৃতদেহ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ। পাশেই উদ্ধার সুইসাইড নোট
কীটনাশক খেয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের।
WB News Live : শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ
শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিই উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।