West Bengal News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার
West Bengal News : জেলা থেকে জেলার খবর, এক নজরে এক ক্লিকে।
LIVE

Background
WB News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার
'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার । হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি, প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার ।নিয়োগপত্র-সুপারিশপত্র 'জাল' করে একই স্কুলেই ভুগোলের শিক্ষক ছেলে। নথি জাল করে ছেলে অনিমেষের চাকরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার। দফায় দফায় জেরার পরে সুতির গোঠা এ রহমান স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার ।
West Bengal News Live : পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর!
সুইসাইড নোটে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর কারা দুর্নীতিতে যুক্ত, রয়েছে তাঁদের নামও। তারপরও পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর! লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তে দাবি করেছে মৃতের পরিবার।
WB News Live : পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি
পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যায়ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আপত্তি জানিয়েছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। যদিও নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভাইস চেয়ারম্যান। তবে কাউন্সিলরের পাশেই দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
West Bengal News Live : বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু
বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হোমগার্ডের মৃতদেহ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ। পাশেই উদ্ধার সুইসাইড নোট
কীটনাশক খেয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের।
WB News Live : শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ
শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিই উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
