West Bengal News Live : সৌগতর মুখে অনিশ্চয়তা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় অর্জুনের
West Bengal Modi Arambag rally : রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বিজেপিতে কৌস্তভ, জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
আজ, ১ মার্চ ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । হুগলির আরামবাগে ( Arambag ) তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি একটি অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি জনসভাও করবেন মোদি। শনিবার হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগরে।
অন্যদিকে, সন্দেশখালিতে ( Sandeshkhali ) ইডির ( ED ) ওপরে হামলার ঘটনার ৫৫ দিন পর, অবশেষে গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে। ভিন রাজ্য বা দূরের কোনও জায়গা থেকে নয়, মিনাখাঁ থেকে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।
জল্পনাতেই সিলমোহর। ভোটের মুখে হাত ছেড়ে বিজেপিতে কৌস্তভ ( Kaustav Bagchi joins BJP )
WB News Live Blog: সৌগতর মুখে অনিশ্চয়তা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় অর্জুনের
'দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয়, আমি জিততে পারব কিনা, সবই অনিশ্চয়তা!' লোকসভা ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। 'টিকিট না পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে থাকব', বললেন অর্জুন সিং। পুরো তৃণমূল দলেই, হতাশা এসে গেছে। কটাক্ষ করেছে বিজেপি। 'দিনান্ত নয়, সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি', সৌগত রায়কে নিয়ে বললেন ব্রাত্য বসু।
West Bengal Live News: মধ্য কলকাতার স্কুলে ক্লাস চলাকালীন তিনতলার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
মধ্য কলকাতার লি মেমোরিয়াল স্কুলে ক্লাস চলাকালীন তিনতলার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আবাসিকদের বইপত্র, নথি থেকে ল্যাপটপ। আতঙ্কে ক্লাস ছেড়ে পাশের মাঠে আশ্রয় নিল নীচের পড়ুয়ারা। দমকলের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ আহত হননি। রাতে এই ঘটনা ঘটলে কী হত, আঁতকে উঠছেন আবাসিকরা।
WB News Live Blog: সন্দেশখালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির
লোকসভা ভোটের মুখে, বাংলায় প্রথম প্রচার সভায়, সন্দেশখালি ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। সন্দেশখালি প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ প্রশ্নও ছুড়ে দেন নরেন্দ্র মোদি। আপনি দয়া করে কুমীরের চোখের জল ফেলবেন না, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
West Bengal Live News: লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়
এবারের লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। বৃহস্পতিবার বরানগর পুরসভার অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন তিনি। দল টিকিট দিলেও তিনি জিততে পারবহেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ।
WB News Live Blog: কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলকাতা সহ শহরতলির একাধিক স্কুলে অধিগ্রহণের নোটিস পুলিশের, ব্যাহত পড়াশোনা
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলকাতা সহ শহরতলির একাধিক স্কুলে অধিগ্রহণের নোটিস দিচ্ছে পুলিশ। ফলে ব্য়াহত হচ্ছে পঠনপাঠন। বেথুনে স্থগিত অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। বন্ধ যোধপুর পার্ক গার্লস স্কুল। কেন কেন্দ্রের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে না? এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছে পর্ষদ।