RG Kar News Update Live: আরজি কর কাণ্ডে ধৃত আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত
WB News Update Live RG Kar Case: পুলিশি অত্যাচারের প্রতিবাদ, ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের
LIVE
Background
কলকাতা: আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ট আশিস পাণ্ডের তিনদিনের সিবিআই হেফাজত।
সরকারের ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই কথা ঘোষণা করেন তাঁরা।
পুলিশি অত্যাচারের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে লাগাতার অনশনের ডাক দিলেন তাঁরা।
জুনিয়র চিকিৎসককে লাথি মারার ঘটনায় ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিকদের। দাবি বিক্ষোভকারী চিকিৎসকদের।
ধর্মতলার ওয়াই চ্যানেলে জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে শারীরিক ভাবে হেনস্থা করার পাশাপাশি তাঁদের লাথি মারা হয় বলেও অভিযোগ। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। ব্যাহত যান চলাচল।
আর্থিক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। দুর্নীতির সিন্ডিকেট চালাতে প্রত্যক্ষ মদত, দাবি সিবিআইয়ের। আর্থিক বেনিয়ম মামলায় পঞ্চম গ্রেফতারি সিবিআইয়ের। পুজোতেও কর্মবিরতি, আর জি কর মেডিক্যালে বৈঠক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। উঠুক কর্মবিরতি, পরামর্শ সিনিয়রদের। কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার পরেও মন ভালো নেই ডেবরার তৃণমূল বিধায়কের। ফের আন্দোলনকারী ডাক্তারদের নিশানা কল্যাণের। উত্তরপ্রদেশের মেরঠেও আক্রান্ত জুনিয়র ডাক্তার। রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর। প্রতিবাদে গণ ইস্তফা লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের ২৫০ চিকিৎসকের। আর জি কর কাণ্ডের মধ্যেই এবার হাসপাতালে ঢুকে ডাক্তার খুন! দিল্লির জৈতপুরে নিমা হাসপাতালে কেবিনে ঢুকে গুলি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টায় পুলিশ। বাঁশদ্রোণীতে পিষে মৃত্যু ছাত্রের, অবশেষে গ্রেফতার পে লোডারের চালক। এখনও দেখা নেই স্থানীয় কাউন্সিলরের। পুলিশের ওপর হামলায় পাঁচজন গ্রেফতার।
RG Kar News Update Live: আরজি কর কাণ্ডে ধৃত আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত
আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত।
RG Kar News Update:হাউজস্টাফ করে দেওয়ার নামে জুনিয়র চিকিৎসদের কাছ থেকে টাকা নিত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, অভিযোগ সিবিআইয়ের
হাউজস্টাফ করে দেওয়ার নামে জুনিয়র চিকিৎসদের কাছ থেকে টাকা নিত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে। আদালতে অভিযোগ সিবিআইয়ের।
RG Kar NewS Live Upates: কর্মবিরতি প্রত্যাহার করে সরকারকে ডেডলাইন বেঁধে দিল জুনিয়র চিকিৎসকরা
সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিল বিক্ষোভকারী চিকিৎসকরা।
RG Kar NewS Live: ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহর করলেন জুনিয়র চিকিৎসকরা
সরকারের ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই কথা ঘোষণা করেন তাঁরা।
RG Kar Protest NewS Live: ২৪ ঘণ্টার মধ্যে ডেডলাইন পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দিলেন জুনিয়র চিকিৎসকরা
আগামকীল রাত সাড়ে আটটা পর্যন্ত সময় বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে সরকার দাবি না মানলে আমরণ অনশনেপ হুমকি দিলেন জুনিয়র চিকিৎসকরা।