Satabdi Roy Assets: সিনেমা থেকে রাজনীতিতে, কয়েক কোটির সম্পত্তি শতাব্দীর, পিছিয়ে ব্যবসায়ী স্বামী
Lok Sabha Elections 2024: নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন শতাব্দী, তাতে স্বামীর এবং নিজের সম্পত্তির খতিয়ান দিলেন তিনি।
![Satabdi Roy Assets: সিনেমা থেকে রাজনীতিতে, কয়েক কোটির সম্পত্তি শতাব্দীর, পিছিয়ে ব্যবসায়ী স্বামী Satabdi Roy Assets Declared TMC Candidate from Birbhum reveals income of husband too for Lok Sabha Elections 2024 Satabdi Roy Assets: সিনেমা থেকে রাজনীতিতে, কয়েক কোটির সম্পত্তি শতাব্দীর, পিছিয়ে ব্যবসায়ী স্বামী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/23/977ffdac95ef48d6a9c1051ba1f99bf31713864296222338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টলিপাড়া থেকে দলে দলে রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক তখনও ছিল না। সেই সময়ই অভিনয় জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০০৯ সাল থেকে একটানা তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বীরভূম থেকে তাঁকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। তবে গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে শতাব্দীকে বেগ পেতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই আবহেই নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন শতাব্দী, তাতে স্বামীর এবং নিজের সম্পত্তির খতিয়ান দিলেন তিনি। (Satabdi Roy Assets)
নির্বাচন কমিশনকে শতাব্দী জানিয়েছেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৪ লক্ষ ৮১ হাজার ৪৪৩ টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ১১ লক্ষ ৫১ হাজার ৬৯০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ৫ লক্ষ ১১ হাজার টাকা, ২০২১-’২২ অর্থবর্ষে ১১ লক্ষ ৯৩ হাজার ৮৩০ টাকা, ২০২২-’২৩ অর্থবর্ষে ৮ লক্ষ ৩৮ হাজার ৪১০ টাকা। ওই সময়ে স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল যথাক্রমে, ৫,৯৯,৯৮৯ টাকা, ৫,৪১,৯৯০ টাকা, ১,৫৩,০১০ টাকা, ৬০০,৭৬০ টাকা, ৩,৫৯,০০০ টাকা। শতাব্দীর নামে কোনও অপরাধ মামলা নেই। (Lok Sabha Elections 2024)
শতাব্দী জানিয়েছেন, ৩১ মার্চের নিরিখে এই মুহূর্তে তাঁর হাতে নগদ ৬৫ হাজার টাকা রয়েছে। স্বামীর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। দিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্লামেন্ট শাখার অ্যাকাউন্টে ১৩ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা রয়েছে শতাব্দীর। কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় ৩৬ হাজার ৭৬৫ টাকা পড়ে রয়েছে। ওই ব্যাঙ্কে আরও একটি অ্যাকাউন্টে ১ লক্ষ ২৩ হাজার ১২৯.১৫ টাকা রয়েছে তাঁর। কলকাতার আনোয়ার শাহ রোডে ইউকো ব্যাঙ্কের শাখায় স্বামীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে ৬ লক্ষ ৮৫ হাজার ৯৭১ টাকা রয়েছে। সুদেশ ভবনে PNB শাখার একটি অ্যাকাউন্টে ৮৩ হাজার ৪৭৯.৩১ টাকা, অন্যটিতে ১৩ লক্ষ ৫৪ হাজার ৪৪৭.২৪ টাকা, বর্ধমানে অ্যাক্সিস ব্যাঙ্কের বঙ্গকুটি শাখার অ্যাকাউন্টে ১৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৫.৩৫ টাকা, কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬২ হাজার ১৫ টাকা, রাসবিহারি বসু রোডের ইন্ডিয়ান ব্যাঙ্কের PPF অ্যাকাউন্টে ৮৩৭ হাজার ৮৩৬ টাকা রয়েছে শতাব্দীর।
নির্বাচনী প্রচারের খরচ-খরচা বাবদ রামপুরহাটের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শতাব্দীর অ্যাকাউন্টে ৪১ হাজার ২১৯ টাকা রয়েছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের ইউকো ব্যাঙ্কে ৩ লক্ষ টাকা করে পাঁচটি ফিক্সড ডিপোজিট রয়েছে। ১৫ লক্ষ টাকা করে আরও দু’টি, একটি ৮ লক্ষ ৯০ হাজার টাকার, একটি ৮ লক্ষ টাকার, একটি ৫ লক্ষ টাকার, একটি ৪ লক্ষ টাকার এবং একটি ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে তাঁর।
টালিগঞ্জের PNB ব্যাঙ্কের যৌথ অ্যাকাউন্টে ৪ লক্ষ ৫১ হাজার ৯২২.৬৯ টাকা রয়েছে মৃগাঙ্কর। প্রিন্স আনোয়ার শাহ রোডের ইউকো ব্যাঙ্কে রয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার ৭৪৫.৬৩ টাকা, সাদার্ন অ্যাভিনিউয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কে ৪ লক্ষ ৭১ হাজার ৮৮৪.০৫ টাকা, যাদবপুরের SBI শাখায় যৌথ অ্যাকাউন্টে ৩ হাজার ৯৬৮ টাকা রয়েছে। কুঁদঘাটের PNB এবং চারু মার্কেটের ব্যাঙ্ক অফ বরোদার দু’টি অ্যাকাউন্ড বন্ধ করে দিয়েছেন তিনি। প্রিন্স আনোয়ার শাহ রোডের ইউকো ব্যাঙ্কে একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর, ১ লক্ষ ৬৮ হাজার করে ছয়টি, ১ লক্ষ ৬৭ হাজার করে চারটি, ১ লক্ষ ৪২ হাজারের একটি, ৭১ হাজারের দুইটি, ২ লক্ষ টাকার একটি এবং ২ লক্ষ ৫০ হাজার টাকার একটি।
একনজরে শতাব্দীর সম্পত্তির খতিয়ান-
- অস্থাবর সম্পত্তি- ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা।
- স্থাবর সম্পত্তি- ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।
- ঋণ- ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকা।
একনজরে মৃগাঙ্কর সম্পত্তির খতিয়ান-
- অস্থাবর সম্পত্তি-৮৩ লক্ষ ৭ হাজার ৭৩১.৩৭ টাকা।
- স্থাবর সম্পত্তি-৭০ লক্ষ টাকা।
SBI মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছেন শতাব্দী। ১০ হাজার টাকা করে পোস্ট অফিসে ৩৬টি NSC রয়েছে। একটি NSC রয়েছে ২ লক্ষ টাকার। SBI-তে শতাব্দীর বিমাও রয়েছে একাধিক, ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৯৯.৮৫ টাকার, ৮ লক্ষ ৮০ হাজার ৪০৩ টাকার, ৪ লক্ষ ৭ হাজার ৭২০ টাকার। ডোভার লেনের পোস্ট অফিসের অ্যাকাউন্টে ৩ হাজার ৭৪১ টাকা পড়ে রয়েছে। স্বামী মৃগাঙ্ক UNI Triveni Overseas-এর শেয়ারে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন।
শতাব্দী জানিয়েছেন, একটি টেলিফিল্ম তৈরির জন্য কনক ভট্টাচার্যকে অগ্রিম ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়েছেন তিনি। আরও একটি টেলিফিল্মের জন্য ২ লক্ষ টাকা দিয়েছেন। নিজের মাকে ৪ লক্ষ ১৪ হাজার টাকা দিয়েছেন, তারাতলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে রয়েছে ২১ হাজার ১৫৫ টাকা, সাম্যরাজ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন অগ্রিম ২১ লক্ষ ৩৪ হাজার ৮৯৬ টাকা। সাম্যরাজকে ৫ লক্ষ টাকা দিয়েছেন মৃগাঙ্কও। কনককে তিনি দিয়েছেন ৮ লক্ষ ২০ হাজার টাকা, সিটি হাই ওয়েলফেয়ার সোসাইটিকে রক্ষণাবেক্ষণ বাবদ অগ্রিম ১ লক্ষ টাকা দিয়েছেন।
শতাব্দী জানিয়েছেন, ৩০ লক্ষ ৫৮ হাজার টাকার একটি INNOVA HYCROSS HYBRID VX গাড়ি রয়েছে তাঁর। স্বামীর কাছে রয়েছে ৪ লক্ষ টাকা দিয়ে কেনা Citroen C3. ৫ লক্ষ ৬০ হাজার টাকার বালা, ৩ লক্ষ ৮৫ হাজার টাকার ব্রেসলেট, ৮ লক্ষ ৫ হাজার টাকার চেন, ৪ লক্ষ ৫৫ হাজার টাকার কানের দুল, ৩ লক্ষ ৫০ হাজার টাকার আংটি, ৯ লক্ষ ৪৫ হাজার টাকার চুড়ি, ৩ লক্ষ ১৫ হাজার টাকার শাঁখা বাঁধানো, ৩ লক্ষ ১৫ হাজার টাকার লোহা বাঁধানো, আরও ৭ লক্ষ ৭০ হাজার টাকার চুড়ি রয়েছে তাঁর। স্বামী মৃগাঙ্কের কাছে ৫ লক্ষ ৯৫ হাজার টাকার চেন, ২ লক্ষ ১০ হাজার টাকার আংটি, ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেন-বোতাম, ১ লক্ষ ৪০ হাজার টাকার রিস্ট চেন রয়েছে। শতাব্দী ব্যাঙ্ক থেকে সুদ পেয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ৯৯৭.৬৪ টাকার। স্বামী ৬০ হাজার ৬৩৫ টাকা সুদ পেয়েছেন। শতাব্দীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। ৮৩ লক্ষ ৭ হাজার ৭৩১.৩৭ টাকার অস্থাবর সম্পত্তি স্বামী মৃগাঙ্কর। তাঁদের মেয়ের কাছে উত্তরাধিকার সূত্রে ১ লক্ষ ৪০ হাজার টাকার চেন, ১ লক্ষ ৫ হাজার টাকার কানের দুল এবং ১ লক্ষ ৪০ হাজার টাকার চুড়ি গিয়েছে বলে জানিয়েছেব শতাব্দী। মেয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৯০ হাজার টাকার।
স্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে শতাব্দী জানিয়েছেন, প্রিন্স আনোয়ার শাহ রোডে দু’টি, গড়িয়াহাটে একটি এবং শান্তিনিকেতনে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর, যার মধ্যে একটি স্বামীর সঙ্গে যৌথ ভাবে কেনা। বর্তমানে ওই ফ্ল্যাটগুলির মূল্য যথাক্রমে ২ কোটি, ৩ কোটি, ৪০ লক্ষ এবং ২০ লক্ষ ৭৫ হাজার টাকা। নিজের একটি আলাদা এবং একটি স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে কেনা ফ্ল্যাট রয়েছে স্বামী মৃগাঙ্কের, যেগুলির দাম যথাক্রমে, ৬০ লক্ষ এবং ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন। সবমিলিয়ে শতাব্দীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকার। মৃগাঙ্কের কাছে ৭০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
গাড়ি কিনতে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন শতাব্দী। বর্ধমানে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখা থেকে সম্পত্তি বন্ধক রেখে ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার ঋণ নিয়েছেন। মোট ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার ঋণ নিয়েছেন তিনি। স্বামীর নামে কোনও ঋণ নেই। নিজদের আয়ের উৎস জানাতে গিয়ে সাংসদ হিসেবে পাওয়া বেতন, অভিনয়, জমা টাকা থেকে প্রাপ্ত সুদ এবং বিনিয়োগের উল্লেখ করেছেন শতাব্দী। স্বামীর আয় ব্যবসা এবং ব্যাঙ্ক থেকে প্রাপ্ত ঋণ এবং বিনিয়োগ থেকে বলে জানিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)