WB Election 2021 LIVE Updates: ‘ক্ষমতায় এলেই বাংলার প্রত্যেক গরিবের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা’, মেচেদায় অমিত শাহ
West Bengal Assembly Election 2021 LIVE Updates: মাতঙ্গিনী হাজরা, সুশীল ধাড়া, সতীশ সামন্তর মাটিতে এসে ধন্য হয়েছি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
LIVE

Background
Amit Shah Rally LIVE: ‘ক্ষমতায় এসেই বাংলার প্রত্যেক গরিবের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা’, মেচেদায় অমিত শাহ
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘২ মে দিদির হার নিশ্চিত। বিজেপি ক্ষমতায় এলে মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। ছোট কৃষক, মৎস্যজীবীদের দুর্ঘটনায় ৩ লক্ষ টাকার বিমার ব্যবস্থা হবে। ক্ষমতায় এসেই বাংলার প্রত্যেক গরিবের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা।’
Amit Shah Speech LIVE: ‘বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা’, মেচেদায় অমিত শাহ
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘গোটা এলাকায় আদিবাসী, মৎস্যজীবী সমাজ কাটমানির আতঙ্কে ভোগে। কোনও কাজ করতে হলে ভাইপোকে কমিশন দিতে হয়। এই সিন্ডিকেট রাজ, বাংলায় কাটমানির সন্ত্রাস তৈরি করেছে। কাটমানি-সিন্ডিকেট রাজ দূর করতে হলে বিজেপির শাসন চাই। বাংলায় মৎস্যজীবীদের কোনও সাহায্য মেলেনি। বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা দেবে।’
Amit Shah Rally LIVE: ‘দিদি কে বাইবাই বলে দিন’, মেচেদায় অমিত শাহ
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘দিদি কে বাইবাই বলে দিন। মাতঙ্গিনী হাজরা, সুশীল ধাড়া, সতীশ সামন্তর মাটিতে এসে ধন্য হয়েছি। বিজেপি ক্ষমতায় এলে বর্গভীমা মন্দিরের সংরক্ষণ করা হবে। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো ঠিক ভাবে হয় না। মমতা দিদির শাসনে পুজো করতে আদালতে যেতে হয়। ২ মে-র পর কারও ক্ষমতা হবে না দুর্গাপুজো বন্ধ করার।’
WB Election 2021 LIVE: রাজ্যে প্রচারে গৌতম গম্ভীর
বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচারে গৌতম গম্ভীর। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়ার সোনামুখী ও হুগলির চুঁচুড়ায় সভা প্রাক্তন ক্রিকেটারের।
Amit Shah Speech LIVE: ‘জঙ্গলমহলে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা’, সাঁকরাইলে অমিত শাহ
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করছেন অমিত শাহ। তিনি বলেন, ‘জঙ্গলমহল বিকাশ বোর্ড তৈরি করবে বিজেপি। পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
