WB Election 2021 LIVE Updates: রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ‘নিষ্ক্রিয়’ করল সরকার
West Bengal Assembly Election 2021 LIVE Updates: শিয়রে ভোট, প্রচারে জোর সব প্রার্থীর
LIVE
Background
আজ কাঁথিতে নরেন্দ্র মোদির জনসভা। বাঁকুড়ার তিন জায়গায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলায় ম্যাজিক ফিগার পাচ্ছে না কেউই, ইঙ্গিত সিএনএক্সের চূড়ান্ত সমীক্ষায়। তৃণমূল নামতে পারে ১৩৬ থেকে ১৪৬-এ। আসন বাড়িয়ে বিজেপি পেতে পারে ১৩০-১৪০। ১৪ থেকে ১৮-য় সংযুক্ত মোর্চা।
"বিজেপি-শাসিত রাজ্য থেকে পুলিশ পাঠিয়ে বাংলায় ভোট দখলের চেষ্টা।" পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা। সবকিছুতেই ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অর্জুন।
কাঁথিতে অধিকারী-ভবনের গা ঘেঁষে অভিষেকের রোড শো। বললেন, ২ মে বিজেপির খেলা শেষ। "তৃণমূল বলে কিছু থাকবে না", শিশিরের পাল্টা।
"ভাইপোকেই মুখ্যমন্ত্রী করতে চান মমতা।" গোসাবার সভা থেকে ফের আক্রমণে অমিত শাহ। মেদিনীপুরে রোড শো। অভিষেককেই তো ভয় বিজেপির, পাল্টা পার্থ।
টাকার টোপ দেওয়ার অভিযোগে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। ভারত সরকারের স্টিকার দেওয়া গাড়িতে টাকা বিলির অভিযোগ মমতার। প্রমাণ থাকলে ধরুন, পাল্টা বিজেপি।
বর্ধমানের পালিতপুরে আক্রান্ত তৃণমূল। কেশপুরে বিজেপি কর্মীদের উপর হামলা। ময়নায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। খেজুরিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টার অভিযোগ।
আজ কাঁথিতে মোদি, বাঁকুড়ায় মমতা। প্রথম দফার ভোটের আগেই প্রচারে মিঠুন। বৃহস্পতিবার বাঁকুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পরপর সভা। ৩০ তারিখ থাকছেন নন্দীগ্রামে শুভেন্দুর র্যালিতে।
বালুরঘাটে বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। রাসবিহারীতে প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। চৌরঙ্গী, বেলগাছিয়ায় শিখা, তরুণ সাহার বদলি প্রার্থী। মতুয়া ক্ষোভ-সামলাতে গাইঘাটায় সুব্রত ঠাকুর।
২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করবে মিম। সাগরদিঘিতে সভা। আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনার পরেই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত, জানালেন ওয়েসি।
WB Election 2021: দেওয়াল লিখন ঘিরে ধুন্ধুমার নিমতায়
দেওয়াল লিখন ঘিরে ধুন্ধুমার নিমতায়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন। প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির। সূত্রের খবর, থানার গেট ভাঙচুরের চেষ্টা। এম বি রোড অবরোধ বিজেপির।
WB Election 2021 LIVE: রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ‘নিষ্ক্রিয়’ করল সরকার
ভোটের মুখে রাজ্য নিরাপত্তা উপদেষ্টাকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার। ‘পদে থাকলেও, ভোটের সময় ক্ষমতা ব্যবহার করতে পারবেন না’। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যসচিব। ভোটের সময় সুরজিৎ কর পুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার। ডিজির পদে অবসরের পরে ১ জুন, ২০১৮ থেকে নিরাপত্তা উপদেষ্টা। ২০১৮ থেকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ।
WB Election 2021: ভোটের প্রার্থী হতেই মুকুল রায়ের নিরাপত্তা বৃদ্ধি
ভোটের প্রার্থী হতেই মুকুল রায়ের নিরাপত্তা বৃদ্ধি। জেড ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন মুকুল। এতদিন ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন মুকুল। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়।
West Bengal Election 2021: বাগনানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
বাগনানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বিজেপির মিছিল শেষে ‘কটূক্তি’ তৃণমূলের। প্রতিবাদ করায় হামলার অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা অভিযোগ তৃণমূলের। সংঘর্ষে আহত দু’পক্ষের ৪, ১৫টি বাড়ি ভাঙচুর।
WB Election 2021: কলকাতায় এলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা
কলকাতায় এলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। প্রচারে কী পরিকল্পনা? কী ভাবছেন বঙ্গ ভোটের ব্যাটেল ফিল্ড নিয়ে?