Aditya Raj Kapoor: স্কুলের গন্ডিও পেরোননি রনবীর, করিনারা, ৬১ বছর বয়সে স্নাতক হলেন কপূর পরিবারের এই সদস্য
Kapoor Family News: সোশ্যাল মিডিয়ায়, নিজের স্নাতক হওয়ার সার্টিফিকেট ও এই সুখবর শেয়ার করে নিয়েছেন শামি কপূর পুত্র আদিত্য রাজ কপূর। তিনিই নাকি কপূর পরিবারের প্রথম স্নাতক, বর্তমানে তাঁর বয়স ৬১
কলকাতা: অভিনয়ের দুনিয়ায় তাঁরা নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন ইতিমধ্যেই। তবে কেবল পরিবারের পরিচিতি দিয়ে নয়, নিজ গুণে তো বটেই। তবে করিনা কপূর (Kareena Kapoor) থেকে শুরু করে করিশ্মা কপূর (Karishma Kapoor) এমনকি রণবীর কপূর (Ranbir Kapoor)-ও পড়াশোনায় জগতে এগোতে পারেননি বেশিদূর। অনেকেই হয়তো জানেন, কপূর পরিবারের এই সদস্যেরা স্নাতক ডিগ্রি পর্যন্তও পড়াশোনা করেননি। তবে, সদ্য এই কপূর পরিবার থেকেই স্নাতক হলেন এক সদস্য, তাও ৬১ বছর বয়সে!
সোশ্যাল মিডিয়ায়, নিজের স্নাতক হওয়ার সার্টিফিকেট ও এই সুখবর শেয়ার করে নিয়েছেন শামি কপূর পুত্র আদিত্য রাজ কপূর। তিনিই নাকি কপূর পরিবারের প্রথম স্নাতক, বর্তমানে তাঁর বয়স ৬১। সদ্য একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন যে, তাঁর পরিবারের কেউই নাকি ক্লাস ১২-এর পরে আর পড়াশোনা করেননি। মাত্র বছর কয়েক আগেই গোয়া থেকে মুম্বইয়ে এসে বসবাস শুরু করেছিলেন আদিত্য। ইন্দিরা গান্ধী ন্যাশন্যাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে বিএ ডিগ্রি লাভ করেছেন আদিত্য রাজ কাপূর। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপে অনেকটা অবদান রয়েছে তাঁর মেয়ে তুলসীর।
একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন, একটা সময় পড়াশোনার যথেষ্ট সুযোগ থাকলেও তার সঠিক ব্যবহার করতে চাননি আদিত্য়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন পড়াশোনার প্রয়োজনীয়তা। তখনই ফের পড়াশোনা শুরু করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। এরপরে, ৬১ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করেন আদিত্য। দর্শন নিয়ে ৫৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ইতিমধ্যেই স্নাতকোত্তর স্তরের জন্যও পড়াশোনা শুরু করে দিয়েছেন আদিত্য রাজ কপূর।
এই স্নাতক হওয়া মা গীতা বালিকে উৎসর্গ করেন তিনি। প্রয়াত ঋষি কপূরের খুড়তুতো দাদা আদিত্য রুপোলি পর্দায় তেমন খ্যাতি পাননি। তবে ৬১ বছর বয়সে, পড়াশোনার জগতে যেন নতুন করে নিজেকে আবিষ্কার করছেন তিনি। সত্তরের দশকে সহকারী পরিচালক হিসাবে বলিউডে পদাপর্ণ করেন আদিত্য। রাজ কাপূরের ‘ববি’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন। এরপরে লম্বা বিরতির পরে, ২০০৭ সালে ‘ডোন্ট স্টপ ড্রিমিং’ বলে একটি ছবি পরিচালনা করেন আদিত্য রাজ কাপুর, যা বক্স অফিসে ব্যর্থ হয়। ২০১০ সালে ৫৪ বছর বয়সে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন ‘চেস’ ছবির সঙ্গে, পরবর্তীতে ‘ইয়ামলা পাগলা ২’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ২০১৫ সালে এভারেস্ট টিভি সিরিজে শেষবার পর্দায় দেখা মিলেছিল আদিত্যর।
View this post on Instagram
আরও পড়ুন: KK Birthday: নিজের গানে বুঁদ রেখেছেন গোটা প্রজন্মকে, কে কে-র জন্মদিনে শ্রদ্ধার্ঘ