Top Entertainment News Today: পুনম পাণ্ডে জীবিত! বাঙালি হিসেবে নজির যীশুর, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
![Top Entertainment News Today: পুনম পাণ্ডে জীবিত! বাঙালি হিসেবে নজির যীশুর, বিনোদনের সারাদিন get to know top entertainment news for the day 03 February 2024 which you can t miss know in details Top Entertainment News Today: পুনম পাণ্ডে জীবিত! বাঙালি হিসেবে নজির যীশুর, বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/03/6d0a837aa50c6001d81949c6f99230371706980999862229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর মৃত্যুসংবাদ ভুয়ো, জানালেন অভিনেত্রী মডেল পুনম পাণ্ডে (Poonam Pandey)। প্রথম বাঙালি হিসেবে নয়া নজির তারকা অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে!
মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে (Poonam Pandey Alive)! গল্পকথা নয়, খাঁটি বাস্তব। আজ, শনিবার, নিজের ইনস্টা অ্যাকাউন্টে এ কথা জানিয়ে পোস্ট দিয়েছেন মডেল-অভিনেত্রী নিজেই। বললেন, 'যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের জন্য দুঃখিত। তবে আমার উদ্দেশ্য় একটাই ছিল - মানুষ যেন একটা ধাক্কা খেয়ে সার্ভাইকাল ক্যানসারের মতো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন।' গত কাল, অর্থাৎ শুক্রবার ৩২ বছরের মডেল-অভিনেত্রীর 'মৃত্যুসংবাদে' চমকে উঠেছিল ইন্ডাস্ট্রি। অনেকে যেমন শোকপ্রকাশ করেন, তেমনই অনেকে আবার সন্দেহও জানিয়েছিলেন।
পুনম পাণ্ডের ভুয়ো 'মৃত্যুসংবাদ' শুনে ক্ষুব্ধ তারকারা
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান! 'মৃত' হয়েও ফের 'বেঁচে' উঠলেন তিনি। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং (Trending)। তাঁর নাম পুনম পাণ্ডে (Poonam Pandey)। শুক্রবার অভিনেত্রী মডেল পুনম পাণ্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয় 'মৃত্যুসংবাদ'। যা দেখে রীতিমতো চমকে ওঠেন ইন্ডাস্ট্রির সকলেই। তবে শনিবার আবারও একবার সকলকে চমকে দিলেন তিনি। ভিডিও পোস্ট করে জানালেন তিনি আসলে বেঁচে আছেন এবং সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে যে সচেতনতা ছড়াতে সক্ষম হয়েছে তাঁর এই ভুয়ো মৃত্যুসংবাদ, তাতে তিনি 'গর্বিত'। তবে এই কথা পুরোপুরি মানতে নারাজ একাধিক তারকা, যাঁদের মধ্যে তাঁর নিজের বন্ধুরাও রয়েছেন। অনেকের মতে 'অসংবেদনশীল' ঠাট্টা করা তাঁর একেবারেই উচিত হয়নি।
বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা হিসেবে যীশুর মুখ
বাঙালি তারকা অভিনেতা, প্রযোজক যীশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি, দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যীশু। এবার তাঁকে দেখা গেল বুর্জ খলিফায়। এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) দলের অধিনায়ক যীশুর মুখ। তাঁর সঙ্গেই দেখা গেল সলমন খান, সোহেল খান, সোনু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। সেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু। গতকাল, ২ ফেব্রুয়ারি, বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের 'কার্টেন রেইজার' ছিল।
তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ দেবের
দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে কি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? জল্পনা তৈরি করে, ৩টি সরকারি কমিটি থেকে আচমকা পদত্যাগ করলেন তিনি। লোকসভা ভোটের আগে, দেবের এই সিদ্ধান্ত ঘিরে, তোলপাড় পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'তৃণমূল কংগ্রেসে যে কোনও ভদ্র লোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে তাতে তাঁদের কারুর ভাল লাগার কথা নয় যদি কেউ ভদ্র লোক থাকেন। বিরক্তি হওয়ারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না। কিন্তু, দাঁড়াতে না চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন উনি প্রার্থী।'
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় 'বিরুষ্কা'
সমস্ত জল্পনার অবসান ঘটালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স (AB De Villiers)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোলে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second Child)। তাঁর কথায়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময় প্রিয় মানুষের সঙ্গে থাকার জন্য কর্মবিরতির নেওয়ার ফলে তাঁর সমালোচনা করা একেবারেই উচিত নয়। শনিবার তাঁর ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, 'আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না।'
জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি কৃতীদের 'বিশেষ' সম্মান
তাঁরা বাংলার গর্ব, তাঁরা দেশের গর্ব। তাঁদের কাজ স্বীকৃতি পেয়েছে জাতীয় স্তরে। নিজেদের কাজের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার (National Film Awards)। এবার তাঁদের বাংলা থেকে সম্মান জানানোর পালা। বাংলা থেকে শিল্প, সিনেমা ও সঙ্গীত জগতের যে কলাকুশলীরা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবার সেই কৃতীদের বিশেষ সম্মান জানাতে চলেছে 'অ্যাঞ্জেলস ক্রিয়েশন'। অনুষ্ঠানের নাম 'বাংলার জাতীয় গর্ব' (Banglar Jatiyo Gorbo)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) প্রমুখ কৃতী শিল্পীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)